দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে চলিত মৌসুমে দুই দফা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই আবার ঘূর্ণিঝড় মোখার ক্ষতির শঙ্কায় এবার আধা-পাকা ধান কাটছেন উপজেলার কৃষকেরা। বিগত বছরগুলোতে ঝড়ে কৃষকের ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় এ বছর আগেভাগেই খেত থেকে ধান কাটতে দেখা গেছে তাঁদের। কৃষি কার্যালয়ের পরামর্শে ফসল বাঁচাতে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা।
ইতিমধ্যে নিম্নাঞ্চলের বোরো ধান কেটে ঘরেও নিয়েছেন অনেক কৃষক। উপজেলা কৃষি কার্যালয় ৮০ শতাংশ পাকা ধান কেটে ঘরে তুলতে পরামর্শ দিয়েছে। এদিকে ৮০ শতাংশ পাকা ধান কাটার পরামর্শ দিলেও মাঠ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক জায়গায় জমিতে ৭০ শতাংশ ও তাঁর নিচে আধা পাকা-ধান কাটতে দেখা গেছে। উপজেলায় এখন পর্যন্ত মাত্র ৫ ভাগ জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
জানা গেছে, আজ শুক্রবারের মধ্যে পাকা ধানসহ সব রবিশস্য ঘরে তুলতে নির্দেশ দিয়েছ উপজেলা কৃষি কার্যালয়। এ বছর উপজেলায় ৩ হাজার ৯৩৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
এদিকে কৃষি কার্যালয় বলছে, এখানে বোরো ধানের আবাদ শুরু হয় দেরিতে। ইতিমধ্যে মাঠে ৩০ শতাংশ ধান পেকেছে। মাঠ থেকে পাকা ধান কেটে নিয়েছ পাঁচ ভাগ। শুক্রবারের মধ্যে মাঠ থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে এখনো ৮০ শতাংশ কাচা ধান রয়ে গেছে। ফলে কৃষকেরা তাদের ফসল নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।
পৌর এলাকার দেবীপুর গ্রামের আব্দুল জলিল বলেন, ‘ধানে শিষ দেখা দিলে সে সময় ঝড়, শিলা বৃষ্টিতে তাঁর জমিতে প্রায় ৩০ ভাগই ঝরে গেছে। এখন আবার ঝড় ও ভারী বৃষ্টিপাতের খবর পেয়ে আগেভাগেই আধা পাকা ১০ কাটা জমির ধান কেটে নিচ্ছি। আরও প্রায় ১ বিঘা জমির ধান এখনো কাঁচা রয়েছে।’
উপজেলার কানপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, ‘আমার ধানের জমি নিচু এলাকায়। এখনো জমিতে পানি জমা রয়েছে। কিন্তু ধান এখনো পুরোপুরি পাকেনি। এ সময় ঝড় ও বৃষ্টি হয় তাহলে ধান মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। তাই আগেভাগেই আধা পাকা ধান কেটে নিচ্ছি।’
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, ‘ঝড় ও ভারী বৃষ্টির আভাস পেয়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দিয়েছি। ৮০ ভাগ পেকেছে এমন ধান কাটলে কোনো ক্ষতি হবে না। পুরোপুরি পাকার অপেক্ষায় থাকলে খেতে ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি ঝড় ও ভারী বর্ষণ হয় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হতে পারে। সেই শঙ্কা থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।’
রাজশাহীর দুর্গাপুরে চলিত মৌসুমে দুই দফা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই আবার ঘূর্ণিঝড় মোখার ক্ষতির শঙ্কায় এবার আধা-পাকা ধান কাটছেন উপজেলার কৃষকেরা। বিগত বছরগুলোতে ঝড়ে কৃষকের ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় এ বছর আগেভাগেই খেত থেকে ধান কাটতে দেখা গেছে তাঁদের। কৃষি কার্যালয়ের পরামর্শে ফসল বাঁচাতে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা।
ইতিমধ্যে নিম্নাঞ্চলের বোরো ধান কেটে ঘরেও নিয়েছেন অনেক কৃষক। উপজেলা কৃষি কার্যালয় ৮০ শতাংশ পাকা ধান কেটে ঘরে তুলতে পরামর্শ দিয়েছে। এদিকে ৮০ শতাংশ পাকা ধান কাটার পরামর্শ দিলেও মাঠ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক জায়গায় জমিতে ৭০ শতাংশ ও তাঁর নিচে আধা পাকা-ধান কাটতে দেখা গেছে। উপজেলায় এখন পর্যন্ত মাত্র ৫ ভাগ জমির ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
জানা গেছে, আজ শুক্রবারের মধ্যে পাকা ধানসহ সব রবিশস্য ঘরে তুলতে নির্দেশ দিয়েছ উপজেলা কৃষি কার্যালয়। এ বছর উপজেলায় ৩ হাজার ৯৩৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
এদিকে কৃষি কার্যালয় বলছে, এখানে বোরো ধানের আবাদ শুরু হয় দেরিতে। ইতিমধ্যে মাঠে ৩০ শতাংশ ধান পেকেছে। মাঠ থেকে পাকা ধান কেটে নিয়েছ পাঁচ ভাগ। শুক্রবারের মধ্যে মাঠ থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে এখনো ৮০ শতাংশ কাচা ধান রয়ে গেছে। ফলে কৃষকেরা তাদের ফসল নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন।
পৌর এলাকার দেবীপুর গ্রামের আব্দুল জলিল বলেন, ‘ধানে শিষ দেখা দিলে সে সময় ঝড়, শিলা বৃষ্টিতে তাঁর জমিতে প্রায় ৩০ ভাগই ঝরে গেছে। এখন আবার ঝড় ও ভারী বৃষ্টিপাতের খবর পেয়ে আগেভাগেই আধা পাকা ১০ কাটা জমির ধান কেটে নিচ্ছি। আরও প্রায় ১ বিঘা জমির ধান এখনো কাঁচা রয়েছে।’
উপজেলার কানপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, ‘আমার ধানের জমি নিচু এলাকায়। এখনো জমিতে পানি জমা রয়েছে। কিন্তু ধান এখনো পুরোপুরি পাকেনি। এ সময় ঝড় ও বৃষ্টি হয় তাহলে ধান মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। তাই আগেভাগেই আধা পাকা ধান কেটে নিচ্ছি।’
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, ‘ঝড় ও ভারী বৃষ্টির আভাস পেয়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দিয়েছি। ৮০ ভাগ পেকেছে এমন ধান কাটলে কোনো ক্ষতি হবে না। পুরোপুরি পাকার অপেক্ষায় থাকলে খেতে ধান ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি ঝড় ও ভারী বর্ষণ হয় তাহলে কৃষকের আরও বেশি ক্ষতি হতে পারে। সেই শঙ্কা থেকে পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।’
জানা গেছে, এ বছর ইলিশ মৌসুমের প্রথম থেকে জেলেদের জালে তেমন একটা মাছ ধরা পড়েনি। এর মধ্যে ১৫ জুলাই পর্যন্ত ছিল গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এরপর জেলেরা জাল নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকারে ব্যস্ত সময় পার করলেও আশানুরূপ মাছ জালে ধরা পড়েনি। এদিকে গত শুক্রবার থেকে সাগরে নিম্নচাপ দেখা দেওয়ায়...
৭ মিনিট আগেভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে। আজ রোববার সকালে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
১০ মিনিট আগেসরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৩৮ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
১ ঘণ্টা আগে