Ajker Patrika

তীব্র শীত, ঘন কুয়াশায় দুশ্চিন্তায় মৌচাষিরা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তীব্র শীত, ঘন কুয়াশায় দুশ্চিন্তায় মৌচাষিরা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। সরিষাখেতগুলো ফুলে ফুলে ভরা। এসব সরিষাখেতের পাশেই শত শত মৌ বাক্স বসিয়েছেন মৌচাষিরা। কিন্তু তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন তাঁরা।

শৈত্যপ্রবাহ, কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে বাক্স থেকে বের হচ্ছে না মৌমাছি। এ ছাড়া মারা যাচ্ছে মৌমাছি। ফলে ব্যাহত হচ্ছে মধু সংগ্রহ। 

জানা গেছে, উপজেলার রায়দৌলতপুর, রসুলপুর, বলরামপুরসহ বেশ কয়েকটি এলাকায় মাঠের পাশে শত শত মৌ বাক্স বসিয়েছেন ভ্রাম্যমাণ মৌচাষিরা। তবে সপ্তাহখানেক আগের টানা কয়েক দিনের বৈরী আবহাওয়া ও নতুন করে শীত জেঁকে বসায় এখন বিপাকে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে ভ্রাম্যমাণ প্রতিটি খামারি প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা সমমূল্যের মধু সংগ্রহ থেকে বঞ্চিত হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৩ হাজার ৬৩৬ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব জমির পাশে প্রায় ৬০০ অধিক মৌ বাক্স পেতে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। 

গোপালগঞ্জ থেকে আসা মৌচাষি মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘গতবার এ সময়ে ৪০ মণ মধু সংগ্রহ করেছিলাম। এবার সংগ্রহ করেছি মাত্র ২০ মণ। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. আতিকা সুলতানা বলেন, মাঠে গিয়ে তাঁদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত