সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যানচালক আরিফ হোসেনের (২০) মৃত্যুর ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন তাঁর বাবা। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে। আজ রোববার দুপুরে ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রবিউল করিম।
নিহত অটোভ্যানচালক আরিফ হোসেন শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের মিজানুর রহমানের ছেলে।
শাহাজাদপুর থানা-পুলিশ জানায়, গত ৪ আগস্ট রাতে খাবার খেয়ে ঘুমাতে যান আরিফ হোসেন। সকালে ঘরে তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আরিফ হোসেনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তাঁর বাবা মিজানুর রহমান ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন উল্টাডাব গ্রামের সবুজ, আল-আমিন, লাল, আব্দুল আলীম, হাবিবুল্লাহ, আহম্মদ আলী, আব্দুর রহমান, সাকোয়াত হোসেন, সৈয়দ আলী, আরিফ হোসেন, মজিবর রহমান, বাবু শেখ, মো. হারুন, সুমন, হালিম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উল্লেখিত আসামিদের সঙ্গে বাদী মিজানুর রহমানের পারিবারিক কোন্দল থাকায় আসামিরা তাঁদের মারধর ও হত্যার ষড়যন্ত্র করে। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট আরিফ হোসেন রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে গেলে রাত ১২টার দিকে আসামিরা বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরের দরজা খুলে গোপনে আরিফ হোসেনকে গলা চেপে অথবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে বিছানার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ৫ আগস্ট সকালে আরিফের মা ভাত খাওয়ার জন্য আরিফকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান এবং আরিফের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। তাঁকে হত্যা করার অভিযোগ এনে ১৫ জনকে আসামি করে ৬ আগস্ট শাহজাদপুর থানায় মামলা করা হয়।
এদিকে ময়নাতদন্তের প্রতিবেদনে আরিফ হোসেনের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আরিফ হোসেনের বাবা মিজানুর রহমান বলেন, ‘আসামিদের সাথে আমাদের বিরোধ আছে। তারা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ জন্য আমি মামলা দায়ের করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এসেছে কি না, তা আমি জানি না। থানায় খোঁজ নিয়ে জানতে হবে। আমার উকিলের সাথে কথা বলে সে বিষয়ে পদক্ষেপ নেব।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল করিম বলেন, ‘আরিফ হোসেনের মৃত্যুর খবর পেয়ে আমরা তাঁর মরদেহ উদ্ধার করি। পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করা হয়েছে। এ জন্য তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ইতিমধ্যে আমরা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছি। তাঁর মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ রয়েছে। মামলাটির তদন্তকাজ চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।’
সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যানচালক আরিফ হোসেনের (২০) মৃত্যুর ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন তাঁর বাবা। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে। আজ রোববার দুপুরে ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রবিউল করিম।
নিহত অটোভ্যানচালক আরিফ হোসেন শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের মিজানুর রহমানের ছেলে।
শাহাজাদপুর থানা-পুলিশ জানায়, গত ৪ আগস্ট রাতে খাবার খেয়ে ঘুমাতে যান আরিফ হোসেন। সকালে ঘরে তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আরিফ হোসেনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তাঁর বাবা মিজানুর রহমান ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন উল্টাডাব গ্রামের সবুজ, আল-আমিন, লাল, আব্দুল আলীম, হাবিবুল্লাহ, আহম্মদ আলী, আব্দুর রহমান, সাকোয়াত হোসেন, সৈয়দ আলী, আরিফ হোসেন, মজিবর রহমান, বাবু শেখ, মো. হারুন, সুমন, হালিম।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উল্লেখিত আসামিদের সঙ্গে বাদী মিজানুর রহমানের পারিবারিক কোন্দল থাকায় আসামিরা তাঁদের মারধর ও হত্যার ষড়যন্ত্র করে। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট আরিফ হোসেন রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে গেলে রাত ১২টার দিকে আসামিরা বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরের দরজা খুলে গোপনে আরিফ হোসেনকে গলা চেপে অথবা গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে বিছানার ওপর ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ৫ আগস্ট সকালে আরিফের মা ভাত খাওয়ার জন্য আরিফকে ডাকতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান এবং আরিফের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। তাঁকে হত্যা করার অভিযোগ এনে ১৫ জনকে আসামি করে ৬ আগস্ট শাহজাদপুর থানায় মামলা করা হয়।
এদিকে ময়নাতদন্তের প্রতিবেদনে আরিফ হোসেনের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আরিফ হোসেনের বাবা মিজানুর রহমান বলেন, ‘আসামিদের সাথে আমাদের বিরোধ আছে। তারা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ জন্য আমি মামলা দায়ের করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এসেছে কি না, তা আমি জানি না। থানায় খোঁজ নিয়ে জানতে হবে। আমার উকিলের সাথে কথা বলে সে বিষয়ে পদক্ষেপ নেব।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল করিম বলেন, ‘আরিফ হোসেনের মৃত্যুর খবর পেয়ে আমরা তাঁর মরদেহ উদ্ধার করি। পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করা হয়েছে। এ জন্য তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ইতিমধ্যে আমরা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছি। তাঁর মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ রয়েছে। মামলাটির তদন্তকাজ চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে