লালপুর (নাটোর) প্রতিনিধি
ঢাকা-চিলাহাটি রুটে নাটোরের লালপুরে আজিমনগর স্টেশনে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও স্টেশন মাস্টারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবারও স্টেশনের কার্যক্রম বন্ধ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার উপজেলার আজিমনগর রেলস্টেশনে গোপালপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন–উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়িরর মৃত শফিউল আলমের ছেলে মো. নাদিম আলম (৩০), কালুপাড়ার মো. হযরত আলীর ছেলে আহমেদ রেদুয়ান (১৮), মধুবাড়ির বদরুদ্দোজা সরকারের ছেলে শরিফুল কবির সজিব (৩৪) ও গোপালপুর বাজারপাড়ার সরোয়ার হোসেনে ছেলে আব্দুল মমিন (১৯)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে প্রায় ২০ অবরুদ্ধ করে রেখে স্লোগান ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। অপরদিকে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশনে এলাকার আউট সিগনালে প্রায় ২৫ মিনিট যাত্রা বিরতি করে।
এরপর গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি লাল নিশানা দেখিয়ে থামানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে চলে যায়। পরে উত্তেজিত বিক্ষুব্ধ জনতা স্টেশনের টিকিট কাউন্টারের জানালার গ্লাস ভাঙচুর করে। স্টেশন মাস্টারের ওপর চড়াও হয়ে মারধর করে ও যন্ত্রাদি তছনছ করে।
আজিমনগর রেলস্টেশন মাস্টার আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন থামানো দাবিতে বিক্ষুব্ধ জনতা স্টেশনের টিকিট কাউন্টারের জানালার গ্লাস ভাঙচুর করে। তাঁকে মারপিট করে ও যন্ত্রাদি তছনছ করে। তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।’
এর আগে বেলা ১০টার দিকে আজিমনগর স্টেশন চত্বরে ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আজিমনগর স্টেশনে বেশির ভাগ ট্রেনের স্টপেজ নেই। সদ্য উদ্বোধন করা ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটিরও স্টপেজ রাখা হয়নি। এতে করে রেলসেবা থেকে বঞ্চিত হবে দুটি উপজেলার মানুষ। অবিলম্বে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে যাত্রাবিরতির দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন–নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য ও নাটোর জেলার সভাপতি এবং উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আখচাষি নেতা আনছার আলী দুলাল, লালপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল প্রমুখ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় থানা ও ঈশ্বরদী জিআরপি থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেলওয়ে স্টেশনে ঘটনা ঘটায় ঈশ্বরদী জিআরপি পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ‘এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভকারীরা স্টেশন কাউন্টার ও যন্ত্রপাতি ভাঙচুর করেছে। এ সময় স্টেশন মাস্টারকে মারপিট করে আহত করেন। যার কারণে তাৎক্ষণিকভাবে স্টেশনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রোববার) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবুজ পতাকা নাড়িয়ে ও বাঁশি বাজিয়ে ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেন।
ঢাকা-চিলাহাটি রুটে নাটোরের লালপুরে আজিমনগর স্টেশনে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও স্টেশন মাস্টারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবারও স্টেশনের কার্যক্রম বন্ধ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার উপজেলার আজিমনগর রেলস্টেশনে গোপালপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন–উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়িরর মৃত শফিউল আলমের ছেলে মো. নাদিম আলম (৩০), কালুপাড়ার মো. হযরত আলীর ছেলে আহমেদ রেদুয়ান (১৮), মধুবাড়ির বদরুদ্দোজা সরকারের ছেলে শরিফুল কবির সজিব (৩৪) ও গোপালপুর বাজারপাড়ার সরোয়ার হোসেনে ছেলে আব্দুল মমিন (১৯)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে প্রায় ২০ অবরুদ্ধ করে রেখে স্লোগান ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। অপরদিকে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশনে এলাকার আউট সিগনালে প্রায় ২৫ মিনিট যাত্রা বিরতি করে।
এরপর গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি লাল নিশানা দেখিয়ে থামানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। কিন্তু ট্রেনটি দ্রুতগতিতে চলে যায়। পরে উত্তেজিত বিক্ষুব্ধ জনতা স্টেশনের টিকিট কাউন্টারের জানালার গ্লাস ভাঙচুর করে। স্টেশন মাস্টারের ওপর চড়াও হয়ে মারধর করে ও যন্ত্রাদি তছনছ করে।
আজিমনগর রেলস্টেশন মাস্টার আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন থামানো দাবিতে বিক্ষুব্ধ জনতা স্টেশনের টিকিট কাউন্টারের জানালার গ্লাস ভাঙচুর করে। তাঁকে মারপিট করে ও যন্ত্রাদি তছনছ করে। তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।’
এর আগে বেলা ১০টার দিকে আজিমনগর স্টেশন চত্বরে ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আজিমনগর স্টেশনে বেশির ভাগ ট্রেনের স্টপেজ নেই। সদ্য উদ্বোধন করা ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটিরও স্টপেজ রাখা হয়নি। এতে করে রেলসেবা থেকে বঞ্চিত হবে দুটি উপজেলার মানুষ। অবিলম্বে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে যাত্রাবিরতির দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন–নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য ও নাটোর জেলার সভাপতি এবং উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আখচাষি নেতা আনছার আলী দুলাল, লালপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল প্রমুখ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় থানা ও ঈশ্বরদী জিআরপি থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেলওয়ে স্টেশনে ঘটনা ঘটায় ঈশ্বরদী জিআরপি পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ‘এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভকারীরা স্টেশন কাউন্টার ও যন্ত্রপাতি ভাঙচুর করেছে। এ সময় স্টেশন মাস্টারকে মারপিট করে আহত করেন। যার কারণে তাৎক্ষণিকভাবে স্টেশনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রোববার) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবুজ পতাকা নাড়িয়ে ও বাঁশি বাজিয়ে ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
৭ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৯ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১২ মিনিট আগে