প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে তাঁকে বাড়ি থেকে আটক করা হয়। রোববার (১৮ জুলাই) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামীমা আক্তার বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।
গ্রেপ্তার ওই যুবকের নাম মো. আক্তারুজ্জামান (২৪)। তিনি সদর উপজেলার সাবগ্রাম এলাকার বাসিন্দা।
আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও প্রধান সহকারী কাম হিসাব রক্ষক শামীমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট করেন। পুলিশ জানায়, ‘আবতাফ আহমেদ’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন আক্তারুজ্জামান। তাঁর ল্যাপটপ এবং ফোন জব্দ করে দেখা গেছে তিনিই এই আইডি চালান।
জানা গেছে, ২০২০ সালের এপ্রিল মাসে বগুড়া সদর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিকে ২১৯ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। আক্তারুজ্জামান নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজন।
আক্তারুজ্জামানের বাবা রফিকুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সামির হোসেন মিশু। ওই সময় আমার ছেলেকে তাঁর ব্যবহৃত কম্পিউটার, সেলফোনসহ থানায় নিয়ে যাওয়া হয়। আক্তারুজ্জামানকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে ডা. সামির হোসেন বলেন, আপনার ছেলে ফেসবুকে আমাদের বিরুদ্ধে উল্টা-পাল্টা পোস্ট দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়ে আক্তারুজ্জামানকে ডিবি (গোয়েন্দা) পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ওসি বলেন, আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামীমা আক্তাররের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেক আইডি থেকে মানহানিকর, মিথ্যা, বানোয়াট পোস্ট দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার স্বীকার করেছেন।
বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে তাঁকে বাড়ি থেকে আটক করা হয়। রোববার (১৮ জুলাই) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামীমা আক্তার বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।
গ্রেপ্তার ওই যুবকের নাম মো. আক্তারুজ্জামান (২৪)। তিনি সদর উপজেলার সাবগ্রাম এলাকার বাসিন্দা।
আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও প্রধান সহকারী কাম হিসাব রক্ষক শামীমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট করেন। পুলিশ জানায়, ‘আবতাফ আহমেদ’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন আক্তারুজ্জামান। তাঁর ল্যাপটপ এবং ফোন জব্দ করে দেখা গেছে তিনিই এই আইডি চালান।
জানা গেছে, ২০২০ সালের এপ্রিল মাসে বগুড়া সদর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিকে ২১৯ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। আক্তারুজ্জামান নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজন।
আক্তারুজ্জামানের বাবা রফিকুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সামির হোসেন মিশু। ওই সময় আমার ছেলেকে তাঁর ব্যবহৃত কম্পিউটার, সেলফোনসহ থানায় নিয়ে যাওয়া হয়। আক্তারুজ্জামানকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে ডা. সামির হোসেন বলেন, আপনার ছেলে ফেসবুকে আমাদের বিরুদ্ধে উল্টা-পাল্টা পোস্ট দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়ে আক্তারুজ্জামানকে ডিবি (গোয়েন্দা) পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ওসি বলেন, আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামীমা আক্তাররের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেক আইডি থেকে মানহানিকর, মিথ্যা, বানোয়াট পোস্ট দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার স্বীকার করেছেন।
সিনেমা হলের টিকিটের মূল্য ভাগাভাগি নিয়ে চলচ্চিত্রের প্রযোজক-প্রদর্শকদের দ্বন্দ্ব পুরোনো। সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সঙ্গে টিকিটের লভ্যাংশ ভাগাভাগি নিয়ে আলোচনা তৈরি হলে বিষয়টি ফের সামনে এসেছে। শেষ পর্যন্ত দেশের অন্যতম শীর্ষ মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠানের সঙ্গে প্রযোজকদের লভ্যাংশ ভাগাভাগি নিয়ে একটি...
২ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অবৈধ হাট-বাজার বসিয়ে চলছে ব্যবসা। যদিও মাঝেমধ্যে নামমাত্র উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে একটু পরই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার বসে এসব অবৈধ হাট।
৩ ঘণ্টা আগেপাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদীতে অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নীতিমালা উপেক্ষা করে অবাধে বালু বিক্রি চলছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে বালু উত্তোলন ও বিক্রি করছে।
৩ ঘণ্টা আগেসাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসিন্দা ব্যবসায়ী সজীব চক্রবর্তী। ১৬ মে রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি সাভার থেকে পাটুরিয়া হয়ে রাজবাড়ী যাওয়ার পথে ফেরিতে নদী পার হচ্ছিলেন।
৪ ঘণ্টা আগে