Ajker Patrika

আচরণবিধি ভঙ্গ করায় পাবনা-৫ আসনের নৌকার প্রার্থী প্রিন্সকে শোকজ

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৫: ৪০
আচরণবিধি ভঙ্গ করায় পাবনা-৫ আসনের নৌকার প্রার্থী প্রিন্সকে শোকজ

নৌকার প্রতিকৃতি তৈরি করে আলোকসজ্জা ও বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পাবনা-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি, পাবনা-৫-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাবনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম-জেলা জজ) মো. নাজমুল হোসেন। 

গতকাল শুক্রবার গোলাম ফারুক প্রিন্স বরাবর মো. নাজমুল হোসেন স্বাক্ষরিত শোকজের চিঠি দেওয়া হয়। 

গোলাম ফারুক প্রিন্সকে শোকজ করা চিঠিতে জানানো হয়, ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কার্য পরিচালনার সময় বিকেল থেকে রাত পর্যন্ত লাইব্রেরি বাজার এলাকায় ডিসি রোডে মাছবাজারের সামনে, ইন্টারনেট লাইন অফিস ভবনের দোতলায়, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এবং আটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ইছামতী নদীর ওপর অবস্থিত ব্রিজের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতি চোখে পড়ে। সেই সাথে বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা করা হয়। 

চিঠিতে আরও জানানো হয়, এ ছাড়া জজকোর্ট থেকে পাবনা শহরগামী আব্দুল হামিদ রোডের উভয় পাশে প্রায় সব বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানো হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ১০-এর (গ) উপবিধি ও বিধি ৭-এর (১) উপবিধি (ক) লঙ্ঘন করা হয়েছে। 

শোকজে আগামী ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় সশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাস কামরায় উপস্থিত হয়ে নতুবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় শোকজধারীর ব্যাখ্যা ছাড়া আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে। 

 এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম ফারুক প্রিন্স শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি নিজে আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজ করিনি। বিষয়টি আমার জানাও ছিল না। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল। কোনো নেতা-কর্মী স্বপ্রণোদিত হয়ে কাজটি করতে পারেন। পরবর্তী সময়ে এমন না করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটিকে বিষয়টির লিখিত ব্যাখ্যা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত