Ajker Patrika

অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল অটো ভ্যানচালকের

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বকর সিদ্দিকী (৫৫) নামে এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই ঘাতক অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। 

নিহত আবু বকর উপজেলার ছোট ডেরাহার এলাকার মৃত ময়েজউদ্দিনের ছেলে। 

এ বিষয়ে ওসি বলেন, আজ সকালে আবু বকর নন্দীগ্রাম থেকে তাঁর অটো ভ্যান চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওমরপুর এলাকায় পৌঁছালে নাটোর-বগুড়া মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত