Ajker Patrika

তানোরে এক সপ্তাহেই দু্ই শতাধিক বিয়ে

প্রতিনিধি, তানোর (রাজশাহী) 
তানোরে এক সপ্তাহেই দু্ই শতাধিক বিয়ে

রাজশাহীর তানোর উপজেলায় বিয়ের হিড়িক পড়ে গেছে। করোনা মহামারির মধ্যে সামাজিক অনুষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও, তা উপেক্ষা করা হচ্ছে। ঈদের আগের দিন থেকে গতকাল রোববার পর্যন্ত ছয় দিনেই উপজেলায় দুই শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিয়ে রেজিস্ট্রারের সূত্রে জানা গেছে, মুন্ডুমালা ও তানোর পৌরসভাসহ এই উপজেলার সাতটি ইউনিয়নে ঈদুল আজহার ছুটিতে অনেকে কর্মস্থল থেকে বাড়ি এসেছেন। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ ঈদ উপলক্ষে সপ্তাহখানেক শিথিল করেছিল সরকার। আর এই সুযোগে মানুষ তড়িঘড়ি করে বিয়ের আয়োজন শুরু করে। এমনকি বর্তমানে চলমান লকডাউনেও এই উপজেলার গ্রামগঞ্জে বিয়ের আয়োজন চলছেই। গত ছয় দিনে দুই শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে।

তানোর পৌরসভার সদ্যবিবাহিত ইকবাল হোসেন বলেন, ‘এই করোনায় আমরা সবাই ঘরবন্দী হয়ে আছি। কিন্তু বয়স তো থেমে নেই। তাই পরিবারের সিদ্ধান্তে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। বয়স বেশি হলে সম্ভাব্য সন্তানের ভবিষ্যৎ গড়া অসম্ভব হবে, এমন চিন্তা মাথায় রেখেই পরিবার আমাকে বিয়ে করিয়েছে।’

তানোর পৌরসভার নিকাহ রেজিস্ট্রার সালাউদ্দিন ইসলামও বলেন, ‘এবার বিয়ে একটু বেশি হচ্ছে। আমার পৌরসভা এলাকায় প্রতিদিনই বিয়ে হচ্ছে। একই সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনাও বেড়েছে।’

উপজেলার হিন্দু বিয়ে রেজিস্ট্রার বিশ্বজিৎ চৌধুরী বলেন, উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নে ২১০টি গ্রাম আছে। এর মধ্যে প্রায় ৫০টি গ্রামে হিন্দুধর্মসহ অন্যান্য ধর্মের মানুষের বসবাস। এবারে ঈদুল আজহা উপলক্ষে লকডাউনের মধ্যেও বেশ কিছু বিয়ে হয়েছে। এখনো বিয়ে হচ্ছে। তিনি আরও বলেন, আগে হিন্দু বিয়ে রেজিস্ট্রি হতো না। এখন বিয়ে রেজিস্ট্রি হয়। তাই বিয়ের পরিসংখ্যান পাওয়া যাচ্ছে।

ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আয়োজনে প্রাপ্তবয়স্কদের বিয়ে হলে বাধা হবে না প্রশাসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত