Ajker Patrika

‘বোনাস তো দূরের কথা, পাঁচ মাস ধরে বেতন পাচ্ছি না’

­­­নওগাঁ প্রতিনিধি
পাঁচ মাসের বেতন-বোনাস পরিশোধসহ চার দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
পাঁচ মাসের বেতন-বোনাস পরিশোধসহ চার দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহার আগে পাঁচ মাসের বেতন-বোনাস পরিশোধসহ চার দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের শিক্ষক ও কর্মচারীরা।

আজ রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে চার দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন এই প্রকল্প ২০২০ সালে আলাদা রূপে যাত্রা শুরু করে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম পর্যায়ের মেয়াদ শেষে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত থাকলেও দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এখনো অনুমোদন পায়নি। এতে ৩ হাজার ৩০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১ হাজার ১০ জন অফিস সহায়ক ২০২৫ সালের শুরু থেকে কোনো বেতন পাচ্ছেন না।

আন্দোলনকারীদের দাবি, প্রকল্পটির দ্বিতীয় পর্যায় দ্রুত অনুমোদন দিতে হবে, পাঁচ মাসের বেতন ও ঈদুল আজহার আগেই বোনাস দিতে হবে, বর্তমান কর্মরতদের নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বহাল রাখতে হবে এবং ২০২০ সালে কর্মরতদের বকেয়া এক বছরের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।

পাঁচ মাসের বেতন-বোনাস পরিশোধসহ চার দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
পাঁচ মাসের বেতন-বোনাস পরিশোধসহ চার দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা জানান, প্রকল্পের আওতায় দেশের ১ হাজার ১০টি মাদ্রাসায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ইসলামি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে। এই প্রকল্প বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। এ ছাড়া শিক্ষক কর্মচারীদের মানবিক বিবেচনায় প্রকল্পটি দ্রুত অনুমোদন এবং ঈদের আগেই তাঁদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।

শিক্ষক রুহুল আমিন বলেন, ‘আমরা করোনার সময় সরকারের নির্দেশে মানুষের জানাজা, দাফন থেকে শুরু করে নানা মানবিক সেবায় যুক্ত ছিলাম। অথচ আজ নিজেরাই মানবেতর জীবনযাপন করছি।’

আরেক শিক্ষক শামসুল আলম বলেন, ‘পাঁচ মাস ধরে কোনো বেতন পাচ্ছি না। বোনাস তো দূরের কথা, সংসার চালানোই দায় হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ঈদের আগে যদি এই সমস্যা সমাধান না হয়, তাহলে আমাদের জন্য উৎসব নয়, বরং কষ্টের দিন হয়ে দাঁড়াবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত