Ajker Patrika

রায়গঞ্জে কৃষক সাইফুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি  
রায়গঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত এক আসামি। ছবি: সংগৃহীত
রায়গঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত এক আসামি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষক সাইফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি অন্তিম দাসকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে শাকিল শেখ (১৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নায়েব আলী (৪০) ও সলঙ্গা থানার ঘুরকা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১০ অক্টোবর রাতে কৃষক সাইফুল ইসলাম তাঁর স্ত্রী আলেয়া খাতুনকে সঙ্গে নিয়ে চা খেতে বাড়ির পাশের বজলুর রহমানের দোকানে যান। এ সময় অন্তিম দাস নামের এক যুবক সাইফুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে নেমে পুলিশ শাকিল শেখ নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি জানান, আসামি আব্দুর রাজ্জাক, নায়েব আলী, অন্তিম দাসসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজন সলঙ্গা থানার ফরিদপুর এলাকায় নৌকায় করে তাস খেলা শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে ঘুরকা খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখেন। পরে ১৩ অক্টোবর সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত