Ajker Patrika

বাগাতিপাড়ায় যুবদলের ২ নেতা আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৭: ১০
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি বাটিকামারী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন দয়ারামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহাসিন আলী এবং সদস্য মাহাবুব আলী। 

উপজেলা বিএনপির দাবি, ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে সারা দেশেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বাগাতিপাড়ায় কোনো সহিংসতা এবং বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবুও হয়রানির জন্য তাঁদের আটক করা হয়েছে। 

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, বাগাতিপাড়ায় কোনো সহিংসতা বা বিস্ফোরকের ঘটনা ঘটেনি। তারপরও প্রশাসন গ্রেপ্তার করছে। তিনি প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানান। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান আজকের পত্রিকাকে জানান, নাটোর সদর থানার একটি মামলায় জেলা পুলিশ তাদের আটক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত