তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। বেপরোয়া বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (১৮) এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার।
জানা গেছে, মেহেদী হাসান উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে। নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একই গ্রামের দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে নিয়ে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে ভগ্নিপতির বাইক নিয়ে ঘুরে বের জন। বড়ইচড়া থেকে তাড়াশের দিকে যাচ্ছিলেন তাঁরা।
মেহেদী হাসান বেপরোয়া বাইক চালাচ্ছিলেন। তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এসে বাইকটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। বেপরোয়া বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (১৮) এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার।
জানা গেছে, মেহেদী হাসান উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে। নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একই গ্রামের দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে নিয়ে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে ভগ্নিপতির বাইক নিয়ে ঘুরে বের জন। বড়ইচড়া থেকে তাড়াশের দিকে যাচ্ছিলেন তাঁরা।
মেহেদী হাসান বেপরোয়া বাইক চালাচ্ছিলেন। তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এসে বাইকটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার হয়েছেন স্বেচ্ছাসেবী আহসানুল্লাহ মুনিম। উপজেলা সিপিপি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
২৯ মিনিট আগেবরিশাল নগরীতে জমি দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন বিএনপির কয়েক নেতা। একপর্যায়ে জনতার ধাওয়ায় তারা দৌড়ে ঘটনাস্থল ছাড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জমির মালিকের ছেলে মেহেদি হাসান বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন।
৩৩ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বেড়েছে হত্যার ঘটনা। গত বছরে সীমান্তবর্তী তিনটি উপজেলায় ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলি ও নির্যাতনে অন্তত সাতজন বাংলাদেশি হতাহত হয়েছেন। একই সময় একজন ভারতীয় নাগরিকও আহত হয়েছেন।
৩৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শত বিতর্কের মধ্যেও খেলার মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল
১ ঘণ্টা আগে