নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে জমি দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন বিএনপির কয়েক নেতা। একপর্যায়ে জনতার ধাওয়ায় তাঁরা দৌড়ে ঘটনাস্থল ছাড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জমির মালিকের ছেলে মেহেদি হাসান বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন।
আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার পক্ষে বিএনপির নেতারা ওই জমি দখল করতে গিয়েছিলেন বলে অভিযোগ এর মালিকের। তবে বিএনপির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, মাহফুজুর রহমান খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। জমি নিয়ে আগে থেকে থাকা মামলার অপরপক্ষ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে ১ নম্বর আসামি করা হয়েছে নতুন অভিযোগে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর কলেজসংলগ্ন হরিপশার বিলে ১ একর ৪৮ শতাংশ জমির মালিকানা নিয়ে খান মামুনের পরিবারের সঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ার বাসিন্দা শওকত হোসেনের মামলা চলছে। খান মামুনের কাছ থেকে বায়না সূত্রে মালিক দাবি করে ওই জমি দখলের চেষ্টা করা হয়। খান মামুন ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।
শওকত জানান, খান মামুনের বাবা মরহুম এনামুল হকের সঙ্গে জমি নিয়ে মামলা শুরু হয়। আদালত তাঁর পক্ষে রায় দিলেও খান মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলে রাখেন। ৫ আগস্টের পর তাঁরা জমি দখলমুক্ত করেছেন। কয়েক দিন ধরে মঞ্জুর নেতৃত্বে ওই জমি দখলের পাঁয়তারা চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অর্ধশতাধিক লোক জড়ো করে বিএনপির নেতারা বালু ফেলা শুরু করেন। তখন আশপাশের লোক সংগঠিত হয়ে ধাওয়া দিয়ে তাঁদের প্রতিরোধ করেন।
স্থানীয় বাসিন্দা মহানগর ছাত্রদলের সহসভাপতি আশিক হাওলাদার বলেন, শওকতের ছেলেও ছাত্রদলের রাজনীতিতে যুক্ত। মামলার জমি দখল নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে মহানগর বিএনপির নেতা জসিম উদ্দিন, মাহফুজ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মঞ্জুর নেতৃত্বে বালু ফেলা শুরু করলে কয়েক শ লোক জড়ো হয়ে তাঁদের ধাওয়া করেন।
তবে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন দাবি করেন, তিনি এর সঙ্গে জড়িত নন। শুনেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বালু ফেলেছেন। অভিযোগ অস্বীকার করে আরেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ বলেন, ওই জমি স্থানীয় ব্যবসায়ী মাসুদের বলে তিনি শুনেছেন। তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চক্রান্ত চলছে।
এ প্রসঙ্গে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তবে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, তিনি জমি দখল চেষ্টার খবর শুনেছেন। ঘটনার শিকার একটি পক্ষ বিএনপির কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছেন। তিনি বলেন, ব্যক্তির দায় দল নেবে না। এক্ষেত্রে কেউ অপকর্ম করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার বলেন, মহানগর কলেজের পাশে জমি দখলের অভিযোগ এখনো দেখতে পারেননি। খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
বরিশাল নগরীতে জমি দখল করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছেন বিএনপির কয়েক নেতা। একপর্যায়ে জনতার ধাওয়ায় তাঁরা দৌড়ে ঘটনাস্থল ছাড়েন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জমির মালিকের ছেলে মেহেদি হাসান বিমানবন্দর থানায় অভিযোগ দিয়েছেন।
আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার পক্ষে বিএনপির নেতারা ওই জমি দখল করতে গিয়েছিলেন বলে অভিযোগ এর মালিকের। তবে বিএনপির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান, মাহফুজুর রহমান খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত থাকা আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। জমি নিয়ে আগে থেকে থাকা মামলার অপরপক্ষ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে ১ নম্বর আসামি করা হয়েছে নতুন অভিযোগে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর কলেজসংলগ্ন হরিপশার বিলে ১ একর ৪৮ শতাংশ জমির মালিকানা নিয়ে খান মামুনের পরিবারের সঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ার বাসিন্দা শওকত হোসেনের মামলা চলছে। খান মামুনের কাছ থেকে বায়না সূত্রে মালিক দাবি করে ওই জমি দখলের চেষ্টা করা হয়। খান মামুন ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।
শওকত জানান, খান মামুনের বাবা মরহুম এনামুল হকের সঙ্গে জমি নিয়ে মামলা শুরু হয়। আদালত তাঁর পক্ষে রায় দিলেও খান মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলে রাখেন। ৫ আগস্টের পর তাঁরা জমি দখলমুক্ত করেছেন। কয়েক দিন ধরে মঞ্জুর নেতৃত্বে ওই জমি দখলের পাঁয়তারা চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অর্ধশতাধিক লোক জড়ো করে বিএনপির নেতারা বালু ফেলা শুরু করেন। তখন আশপাশের লোক সংগঠিত হয়ে ধাওয়া দিয়ে তাঁদের প্রতিরোধ করেন।
স্থানীয় বাসিন্দা মহানগর ছাত্রদলের সহসভাপতি আশিক হাওলাদার বলেন, শওকতের ছেলেও ছাত্রদলের রাজনীতিতে যুক্ত। মামলার জমি দখল নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে মহানগর বিএনপির নেতা জসিম উদ্দিন, মাহফুজ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মঞ্জুর নেতৃত্বে বালু ফেলা শুরু করলে কয়েক শ লোক জড়ো হয়ে তাঁদের ধাওয়া করেন।
তবে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন দাবি করেন, তিনি এর সঙ্গে জড়িত নন। শুনেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বালু ফেলেছেন। অভিযোগ অস্বীকার করে আরেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ বলেন, ওই জমি স্থানীয় ব্যবসায়ী মাসুদের বলে তিনি শুনেছেন। তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চক্রান্ত চলছে।
এ প্রসঙ্গে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তবে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, তিনি জমি দখল চেষ্টার খবর শুনেছেন। ঘটনার শিকার একটি পক্ষ বিএনপির কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছেন। তিনি বলেন, ব্যক্তির দায় দল নেবে না। এক্ষেত্রে কেউ অপকর্ম করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার বলেন, মহানগর কলেজের পাশে জমি দখলের অভিযোগ এখনো দেখতে পারেননি। খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
ময়মনসিংহ শহরের হরিকিশোর রায়ের ২০০ বছরের পুরোনো স্মৃতিবিজড়িত একটি বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। তাঁর নামানুসারেই রাস্তার নামকরণ করা হয়েছিল হরিকিশোর রায় রোড। বাড়িটি ভেঙে নতুন ভবন করার উদ্যোগ নেয় শিশু একাডেমি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা।
৩৭ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
২ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
২ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
২ ঘণ্টা আগে