Ajker Patrika

আদমদীঘি উপজেলা পরিষদে বই চুরির সময় তিন নারী হাতেনাতে আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি উপজেলা পরিষদে বই চুরির সময় তিন নারী হাতেনাতে আটক

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের গুদাম থেকে বই চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিন নারীকে হাতেনাতে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ওই তিন নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দিয়ে পুলিশ বগুড়া আদালতে পাঠিয়েছে। 

আটক ওই তিন নারী হলেন জয়পুরহাট সদরের সাগরপাড়া মহল্লার মৃত নূর ইসলামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩৩), একই মহল্লার মৃত হযরত আলীর স্ত্রী রশিদা (৩২) ও ভুট্টু হোসেনের স্ত্রী আয়শা খাতুন (২৭)। 

আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সরকারি ছুটি থাকায় আদমদীঘি উপজেলা পরিষদের ভেতরে সরকারি গুদামঘরের জানালার পাল্লা খুলে বই প্লাস্টিক বস্তায় ভরে চুরি করে নিয়ে যাওয়ার সময় পরিষদের যুব উন্নয়ন গেটের সামনে স্থানীয়রা হাতেনাতে আটক করে ওই তিন নারীকে। 

এ সময় তাঁদের কাছে অষ্টম শ্রেণির ৯৯টি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই, ২২টি আকাঈদ ও ফিকহ বই, ৮টি কর্ম ও জীবনমুখী শিক্ষা বই, ৬টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এবং ১টি গণিত বই পাওয়া যায়। 

এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, আটক নারীরা বেশ কিছুদিন ধরে জয়পুরহাট সাগরপাড়া থেকে এসে সান্তাহার চা-বাগান মহল্লায় বাসা ভাড়া নিয়ে চুরিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। আটক তিন নারীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত