Ajker Patrika

সিরাজগঞ্জে দ্বিগুণ দামে স্যালাইন বিক্রি, ফার্মেসিকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সিরাজগঞ্জে স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার অভিযোগে এক ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার শহরের দরগা রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া সিরাজগঞ্জ ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক হাসান আল-মারুফ জানান, ৯১ টাকা ৭২ পয়সার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় দরগা রোডের পাল অ্যান্ড সন্স ফার্মেসিকে জরিমানা করা হয়।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার আইয়ুব আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত