Ajker Patrika

মাত্র ২ টাকার জন্য মারপিট, থানায় অভিযোগ 

প্রতিনিধি, লালপুর (নাটোর)
মাত্র ২ টাকার জন্য মারপিট, থানায় অভিযোগ 

মাত্র দুই টাকার জন্য নাটোরের লালপুরে এক বিক্রয় প্রতিনিধিকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বেলা দেড়টার দিকে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন চাহিদাকৃত মালামাল সরবরাহ করতে উপজেলার গোপালপুর বাজারে আলমগীর স্টোরে যান। সরবরাহকৃত পণ্যের দাম হয় ১৪২ টাকা। দোকানি মো. আলম হোসেনের ছেলে সজীব হোসেন তাকে ১৪০ টাকা পরিশোধ করেন। এ সময় জাহাঙ্গীর হোসেন বাকি দুই টাকা দাবি করে বলেন, ওই টাকা না দিলে নিজ পকেট থেকে তাকে পূরণ করতে হবে। কথা-কাটাকাটির একপর্যায়ে সজীব ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে চড়-থাপ্পড় দেন। লোকজন এসে তাদের বিবাদ থামায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন লালপুর থানায় লিখিত অভিযোগ করেন। জাহাঙ্গীর হোসেন একটি কোম্পানির ডিলার পলাশের অধীনে বড়াইগ্রামের বাগডোব এলাকার  বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত