রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি আতাউর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিধিবহির্ভূত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিনি বিভাগের শিক্ষার্থীদের দিয়ে আন্দোলনের নামে বিভাগে তালা লাগিয়ে একাডেমিক কার্যক্রম ব্যাহত ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে কাছে এসব অভিযোগ দিয়েছেন একই বিভাগের পাঁচজন শিক্ষক। তবে অভিযুক্ত শিক্ষক বলছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
অভিযোগকারী শিক্ষকেরা হলেন অধ্যাপক মো. নাসির উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক উম্মে কুলসুম আকতার বানু, মো. মোকাররম হোসেন মণ্ডল ও মো. সামিউল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত ও অনৈতিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাচারী আচরণ করে আসছেন তিনি। একান্ত অনুগত কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে আন্দোলনের নামে বিভাগে তালা লাগিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ছাড়া রুটিন অনুযায়ী ক্লাস না নিয়ে তিনি সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেন বলে অভিযোগ করেন ওই ৫ শিক্ষক।
অভিযোগপত্রে তারা আরও উল্লেখ করেন, বিভাগের তিন লক্ষাধিক টাকা ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন সভাপতি। বারবার বলার পরেও তিনি উক্ত টাকা ফেরত দেননি। একটি পানির ফিল্টার ক্রয়ের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে পানির ফিল্টার স্থাপন করেননি।
এছাড়াও অধিকাংশ সময় চায়ের দোকানে বসে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের নিজের অনুগত রাখতে ইনকোর্সে শতভাগ নম্বর দেওয়া এবং রুটিন অনুযায়ী ক্লাস না নিয়ে তিনি সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ারও অভিযোগ করেন ওই ৫ শিক্ষক।
এ বিষয়ে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটা কুচক্রী মহল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করেছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি।’
বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য স্যারসহ আমরা তাঁদের সঙ্গে মিটিং করেছি। সেখানে বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সভাপতি আতাউর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিধিবহির্ভূত ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিনি বিভাগের শিক্ষার্থীদের দিয়ে আন্দোলনের নামে বিভাগে তালা লাগিয়ে একাডেমিক কার্যক্রম ব্যাহত ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে কাছে এসব অভিযোগ দিয়েছেন একই বিভাগের পাঁচজন শিক্ষক। তবে অভিযুক্ত শিক্ষক বলছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
অভিযোগকারী শিক্ষকেরা হলেন অধ্যাপক মো. নাসির উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক উম্মে কুলসুম আকতার বানু, মো. মোকাররম হোসেন মণ্ডল ও মো. সামিউল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত ও অনৈতিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাচারী আচরণ করে আসছেন তিনি। একান্ত অনুগত কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে আন্দোলনের নামে বিভাগে তালা লাগিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ছাড়া রুটিন অনুযায়ী ক্লাস না নিয়ে তিনি সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেন বলে অভিযোগ করেন ওই ৫ শিক্ষক।
অভিযোগপত্রে তারা আরও উল্লেখ করেন, বিভাগের তিন লক্ষাধিক টাকা ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন সভাপতি। বারবার বলার পরেও তিনি উক্ত টাকা ফেরত দেননি। একটি পানির ফিল্টার ক্রয়ের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে পানির ফিল্টার স্থাপন করেননি।
এছাড়াও অধিকাংশ সময় চায়ের দোকানে বসে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের নিজের অনুগত রাখতে ইনকোর্সে শতভাগ নম্বর দেওয়া এবং রুটিন অনুযায়ী ক্লাস না নিয়ে তিনি সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ারও অভিযোগ করেন ওই ৫ শিক্ষক।
এ বিষয়ে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটা কুচক্রী মহল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করেছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি।’
বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য স্যারসহ আমরা তাঁদের সঙ্গে মিটিং করেছি। সেখানে বিভাগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩ ঘণ্টা আগে