Ajker Patrika

ভাঙ্গুড়ায় নেপিয়ার চাষে ঝুঁকছেন কৃষক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় নেপিয়ার চাষে ঝুঁকছেন কৃষক

দুগ্ধ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষক ও খামারিরা দিন দিন নেপিয়ার ঘাস চাষে ঝুঁকছেন। জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় এরই মধ্যে গো-খাদ্য নেপিয়ার ঘাস চাষে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর বন্যার পানি নেমে গেলেই কৃষকেরা নেপিয়ার ঘাস চাষ শুরু করেন। নেপিয়ার ঘাসের কাটিং বা চারা জমিতে পুঁতে রাখার এক সপ্তাহের মধ্যে তা থেকে কুশি বের হয়। ৪০ থেকে ৪৫ দিন পর ঘাস কাটার উপযোগী হয়। ঘাস কাটার পর জমিতে সার ছিটিয়ে সেচ দিলে আবার ঘাস জন্মায়। জমিতে একবার এ ঘাস রোপণ করলে পরবর্তী বছর বন্যার পানি না আসা পর্যন্ত ৬ থেকে ৭ বার কাটা যায়। এক বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষে সার, বীজ ও শ্রমিক খরচসহ ১০ হাজার টাকার মতো খরচ হয়। তবে প্রথম কাটাতেই খরচ ওঠে যায়। সব মিলে এ ঘাস চাষ চাষ অনেক লাভজনক। 

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, এ উপজেলায় প্রায় ৬২ হাজার গরু রয়েছে। এর মধ্যে দুগ্ধ দানকারী গাভির সংখ্যা ২০ হাজার। আর এ পর্যন্ত উপজেলায় ১৪৮ হেক্টর জমিতে নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। 

নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ ও লাগানোর কাজে ব্যস্ত কৃষক।উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক শিরো মণ্ডল জানান, খামারের ৯টি গরুর জন্য তিনি দুই বিঘা জমিতে নেপিয়ার চাষ করেছেন। একই গ্রামের খামারি আলতাব হোসেন মোল্লা জানান, তাঁর খামারে রয়েছে ১৭টি গরু। দুধেল গাভি আছে ১০টি। তিনি ৫ বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করবেন। এখন পর্যন্ত দেড় বিঘা জমিতে ঘাস চাষ করেছেন। 

উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের খামারি উজ্জ্বল হোসেন জানান, তাঁর খামারে গরুর সংখ্যা ১৮টি। গরুকে নেপিয়ার ঘাস খাওয়ান। তাই ৫ বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ শুরু করেছেন। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহুরুল ইসলাম বলেন, নেপিয়ার ঘাস গবাদিপশুর জন্য বেশ পুষ্টিকর খাদ্য। এলাকায় সবুজ ঘাসের আবাদ বৃদ্ধির লক্ষ্যে খামারিদের নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত