নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে পিকআপচাপায় এক আনসার সদস্যসহ তাঁর স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাঁদের পাঁচ বছরের শিশুসহ আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের বাসিন্দা ও আনসার সদস্য এনামুল হক (৪০) ও তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)। আহত শিশুর নাম জুনাইদ ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এনামুল তাঁর সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে সান্তাহার থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল এসে তাঁদের ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় সান্তাহারগামী দ্রুতগতির একটি পিকআপ তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই এনামুল ও তাঁর স্ত্রী মারা যান। অন্যরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা এনামুলের আহত সন্তান ও অপর মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে নওগাঁ জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ রাফিউদ্দিন বলেন, ‘এনামুল আমাদের বাহিনীরই একজন সদস্য। তিনি অগ্রণী ব্যাংক শাহজাদপুর শাখায় কর্মরত ছিলেন। এনামুল ঈদের ছুটিতে ছিলেন। আজ সকালে নিজ কর্মস্থলে অথবা কোনো আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় এনামুল ও তাঁর স্ত্রী নিহত হন। ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তাতর করা হবে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবীন শীষ। এ সময় তিনি নিহতের পরিবারের খোঁজ নিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে পিকআপচাপায় এক আনসার সদস্যসহ তাঁর স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাঁদের পাঁচ বছরের শিশুসহ আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের বাসিন্দা ও আনসার সদস্য এনামুল হক (৪০) ও তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)। আহত শিশুর নাম জুনাইদ ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এনামুল তাঁর সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে সান্তাহার থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল এসে তাঁদের ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় সান্তাহারগামী দ্রুতগতির একটি পিকআপ তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই এনামুল ও তাঁর স্ত্রী মারা যান। অন্যরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা এনামুলের আহত সন্তান ও অপর মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে নওগাঁ জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ রাফিউদ্দিন বলেন, ‘এনামুল আমাদের বাহিনীরই একজন সদস্য। তিনি অগ্রণী ব্যাংক শাহজাদপুর শাখায় কর্মরত ছিলেন। এনামুল ঈদের ছুটিতে ছিলেন। আজ সকালে নিজ কর্মস্থলে অথবা কোনো আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় এনামুল ও তাঁর স্ত্রী নিহত হন। ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তাতর করা হবে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবীন শীষ। এ সময় তিনি নিহতের পরিবারের খোঁজ নিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে