Ajker Patrika

রাজশাহীতে ‘পরকীয়ার জেরে’ যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫: ০৮
রাজশাহীতে ‘পরকীয়ার জেরে’ যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীতে আবু সাঈদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। পরকীয়ার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু সাঈদ ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

এ বিষয়ে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকার সজিবুর রহমান নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া ছিল আবু সাঈদের। সজিবুর এটি মেনে নিতে না পেরে আবু সাঈদকে হত্যার পরিকল্পনা করেন।

গতকাল রাত ৯টার দিকে আবু সাঈদকে একা পেয়ে সহযোগীদের নিয়ে সজিবুর তাঁকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আবু সাঈদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় আবু সাঈদের স্ত্রী বীথি খাতুন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সজিবুরসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর রাতেই সুজন আলী ও সাহেব আলী নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সজিবুরসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে আবু সাঈদের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত