ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঈশ্বরদী শহরে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্যরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা থেকে বক্তারা নেসকোর তত্ত্বাবধানে ঈশ্বরদী উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘আমরা কোনোভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।’
তাঁরা জানান, ইতিমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হওয়ার খবর আসছে। অথচ বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
শিল্প ও বণিক সমিতি সভাপতি মো. নান্নু রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য রবিউল আওয়াল সজীব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটনসহ অনেকে।
পথসভা শেষে আন্দোলনকারীরা শহরের প্রধান সড়ক দিয়ে স্লোগান দিতে দিতে বিদ্যুৎ অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন এবং প্রায় ঘণ্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। পরে বণিক সমিতির পক্ষ থেকে নেসকো কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।
পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঈশ্বরদী শহরে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সদস্যরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা থেকে বক্তারা নেসকোর তত্ত্বাবধানে ঈশ্বরদী উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘আমরা কোনোভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।’
তাঁরা জানান, ইতিমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হওয়ার খবর আসছে। অথচ বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
শিল্প ও বণিক সমিতি সভাপতি মো. নান্নু রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য রবিউল আওয়াল সজীব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ লিটনসহ অনেকে।
পথসভা শেষে আন্দোলনকারীরা শহরের প্রধান সড়ক দিয়ে স্লোগান দিতে দিতে বিদ্যুৎ অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন এবং প্রায় ঘণ্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। পরে বণিক সমিতির পক্ষ থেকে নেসকো কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
৪১ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
১ ঘণ্টা আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে