Ajker Patrika

বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনায় আক্রান্ত বগুড়ার চিকিৎসক

বগুড়া প্রতিনিধি
বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনায় আক্রান্ত বগুড়ার চিকিৎসক

টিকার বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল। আজ রোববার রাতে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ডা. শফিক আমিন কাজল। 

তিনি জানান, জটিল কোনো  উপসর্গ না থাকায় নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ২০২০ সালের ৬ জুন প্রথমবার ও একই বছরের ১৯ সেপ্টেম্বর তিনি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হন। এবার দিয়ে ডা. কাজল তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন। 

ডা. কাজল বলেন, গতকাল শনিবার রাতে সর্দি ও মাথা ব্যথা থাকায় আজ রোববার নমুনা দিয়েছিলাম। ওই দিন বিকেলেই নিশ্চিত হয়েছি যে আমি করোনা আক্রান্ত। এখন পর্যন্ত তার তেমন কোনো সমস্যা অনুভব হচ্ছে না।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত