পাবনা প্রতিনিধি
জমিজমা বিরোধের জের ধরে পাবনা জেলার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের একজন নামে একজন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত মোজাহার সরদার চর শিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টায় বাড়ির পাশের চায়ের দোকানে যাচ্ছিলেন মোজাহার সরদার। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহার সরদারকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ বিষয় নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে মোজাহার সরদার আবারও দোকানে চা খেতে যায়। চা খেয়ে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চালান হচ্ছে।
জমিজমা বিরোধের জের ধরে পাবনা জেলার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের একজন নামে একজন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত মোজাহার সরদার চর শিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টায় বাড়ির পাশের চায়ের দোকানে যাচ্ছিলেন মোজাহার সরদার। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহার সরদারকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ বিষয় নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে মোজাহার সরদার আবারও দোকানে চা খেতে যায়। চা খেয়ে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চালান হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
২ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
২ ঘণ্টা আগে