কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
অপ্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে মারধর করেছেন বাবা। এ ছাড়া ওই কিশোরের মাকেও মারধর করেছেন কিশোরের বাবা। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই কিশোরের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার এ রায় দেন।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবা ও ছেলে একটি বাড়িতে দিনমজুরের কাজ করেন। কাজের সুবাদে সেই বাড়ির মেয়েকে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন কিশোরের বাবা। এ জন্য বেশ কয়েক দিন ধরে বাবা তাঁর ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে ও তাঁর মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু বাদ সাধে কিশোর ও তার মা। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় বাবা ছেলের মা ও ছেলেকে বিভিন্নভাবে হুমকি, গালমন্দ করছিলেন। একপর্যায়ে গত শুক্রবার ইফতারের পর তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করে আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা ওই কিশোর ও তাঁর মাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ওই কিশোর। এরপর ইউএনও টুকটুক তালুকদার বাল্যবিবাহ নিরোধ আইনে ওই কিশোরের বাবাকে পুলিশের সহায়তায় গ্রেপ্তারের পর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবাকে আটকের পর শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
ইউএনও সতর্ক করে বলেন, ‘উপজেলায় কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে বাল্যবিবাহ নিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
অপ্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে মারধর করেছেন বাবা। এ ছাড়া ওই কিশোরের মাকেও মারধর করেছেন কিশোরের বাবা। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই কিশোরের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার এ রায় দেন।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবা ও ছেলে একটি বাড়িতে দিনমজুরের কাজ করেন। কাজের সুবাদে সেই বাড়ির মেয়েকে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন কিশোরের বাবা। এ জন্য বেশ কয়েক দিন ধরে বাবা তাঁর ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে ও তাঁর মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু বাদ সাধে কিশোর ও তার মা। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় বাবা ছেলের মা ও ছেলেকে বিভিন্নভাবে হুমকি, গালমন্দ করছিলেন। একপর্যায়ে গত শুক্রবার ইফতারের পর তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করে আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা ওই কিশোর ও তাঁর মাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ওই কিশোর। এরপর ইউএনও টুকটুক তালুকদার বাল্যবিবাহ নিরোধ আইনে ওই কিশোরের বাবাকে পুলিশের সহায়তায় গ্রেপ্তারের পর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবাকে আটকের পর শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
ইউএনও সতর্ক করে বলেন, ‘উপজেলায় কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে বাল্যবিবাহ নিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
২৩ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
২৬ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৩৬ মিনিট আগে