Ajker Patrika

মান্দায় ইউএনও অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
মান্দায় ইউএনও অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ। ছবি: আজকের পত্রিকা
মান্দায় ইউএনও অফিসের সামনে দোকান বসিয়ে কৃষকের প্রতিবাদ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর মান্দায় হাটে জায়গা না পেয়ে ইউএনও কার্যালয়ের সামনে বসে প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক কৃষকেরা। আজ রোববার উপজেলা সদর প্রসাদপুর হাটের নির্ধারিত স্থানে বসতে না পেরে খেতের উৎপাদিত সবজি নিয়ে এই অভিনব প্রতিবাদ জানান তারা।

এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী এক কর্মদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

কৃষকদের অভিযোগ, সাপ্তাহিক হাটের জায়গা (তরকারি বাজার) দখল করে রেখেছে সিন্ডিকেট। তারা চড়া মূল্যে বিভিন্ন সবজি বিক্রি করে ভোক্তাদের কাছে। এ জন্য গড়ে তোলা হয়েছে একটি সমিতি। এই সমিতির কর্তাব্যক্তিরা বাজার শুরুর আগেই প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে থাকেন। এতে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা।

আব্দুর রাজ্জাক নামের এক কৃষক বলেন, ‘বিভিন্ন ধরনের সবজি খেত থেকে তুলে খুচরা বিক্রির জন্য প্রসাদপুর হাটে নিয়ে আসা হয়। এসব সবজি ব্যবসায়ীদের চেয়ে অনেক কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করেন তাঁরা। কৃষকের সবজি হাটে থাকা অবস্থায় ব্যবসায়ীদের বেচাকেনা কমে যায়। এ কারণে বাজারে আমাদের দোকান করতে দেওয়া হয় না। আজ রোববার থেকে একেবারেই উচ্ছেদ করা হয়েছে।’

আরেক কৃষক মাজেদ আলী মোল্লা বলেন, ‘বাজার থেকে দফায় দফায় আমাদের উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এত দিন দোকান করে আসছি। আজ থেকে সেই জায়গা আর নেই। খেতের পণ্য বিক্রি করার জন্য প্রশাসনের কাছে আমরা স্থায়ী জায়গার দাবি করছি।’

ভোক্তা সাহাদত হোসেন বলেন, ‘প্রসাদপুর বাজারে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন। এতে ভোক্তাদের বরাবরই চড়া মূল্যে সবজি কিনতে হয়।’

জানতে চাইলে প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর বলেন, ‘প্রসাদপুর হাটে সিন্ডিকেট করে সবজি বিক্রি করেন ব্যবসায়ীরা। প্রান্তিক চাষিদের স্বার্থরক্ষায় হাটে দোকান বসানোর জায়গা বন্দোবস্তের জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবেন, এটাই প্রত্যাশা করছি।’

প্রসাদপুর তরকারি বাজারের কথিত সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘বাজারে জায়গার সংকট রয়েছে। সবাইকে দোকান বসানোর জায়গা করে দেওয়া সম্ভব হয় না। কৃষকদের উচ্ছেদ করার অভিযোগ সঠিক নয়।’

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘বিষয়টি অবহিত হয়ে এসি ল্যান্ডকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত