Ajker Patrika

নির্যাতনের শিকার ছাত্রীকে হলে তুলে দিতে এসে অবরুদ্ধ ছাত্র উপদেষ্টা

রাবি প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০: ০৯
Thumbnail image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হলে মানসিক নির্যাতনের শিকার এক ছাত্রীকে তুলে দিতে এসে অবরুদ্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। এ সময় হল গেটে তালা লাগিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে হলে থাকা পাঁচ শতাধিক শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়েন।

আজ বুধবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হলে এ ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহ করতে গেলে সংগীত বিভাগ ও চারুকলা অনুষদের শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিক।

হল সূত্রে জানায়, বেলা দেড়টার দিকে ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে হলে প্রবেশ করেন ছাত্র উপদেষ্টা তারেক নূর। এ সময় সংগীত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শায়লা তাসমীন সঙ্গে তাঁর হালকা বাগ্‌বিতণ্ডা হয়। তিনি রিকশা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর সংগীত বিভাগের শিক্ষার্থীরা হল গেটে তালা লাগিয়ে ছাত্র উপদেষ্টা ও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ছাত্র উপদেষ্টাকে উদ্ধার করে আনতে গেলে সংগীত বিভাগের শিক্ষার্থীরা তাঁদের ওপর চড়াও হন।

এ বিষয়ে সংগীত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শায়লা তাসমীন আজকের পত্রিকাকে বলেন, ‘এক ছাত্রীকে মানসিক নির্যাতনের ঘটনায় আমার বিভাগের এক ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে আমি ছাত্র উপদেষ্টাকে ফোন দিই। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে জানতে পারি তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হলে আছেন। তখন এ বিষয় তাঁর সঙ্গে কথা বলার জন্য হলে যাই। সেখানে তিনি আমার শিক্ষার্থীদের সামনে আমাকে অপমানজনক কথা বলেন। এ পর্যায়ে বলেন “হু আর ইউ”। এতে আমি অপমান বোধ করে ঘটনাস্থল ত্যাগ করি।’

এ বিষয়ে জানতে ছাত্র উপদেষ্টা তারেক নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধের ঘটনায় যাঁরা জড়িত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা হলে এক ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠে একই হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্মৃতি বালা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার মেয়েটি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের ৫০১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত