পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুরায় যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সিয়াম আলী (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার খানমরিচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিয়াম উপজেলার হাটউধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ডেকোরেটরের শ্রমিকের কাজ করতেন।
এর আগে ৬ অক্টোবর ভুক্তভোগী (স্ত্রী) পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক, পর্নোগ্রাফি ও পারিবারিক আদালতে মোট তিনটি মামলা দায়ের করেন। পাবনার ৪ নম্বর আমলি আদালতের বিচারক বেবী নাজনীন বাদীর লিখিত আবেদন আমলে নিয়ে ভাঙ্গুরা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ জুলাই সিয়ামের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে তাঁকে বাড়ি থেকে বের করে দেন সিয়াম। বিষয়টি নিয়ে তখন আদালতে একটি মামলাও করা হয়। বিপদ বুঝতে পেরে সিয়াম স্ত্রীকে সংসারে ফিরিয়ে নিয়ে মামলা প্রত্যাহার করিয়ে নেন।
এরপর স্বাভাবিক আচরণ করে সংসার করতে থাকেন। এর মধ্যে কৌশলে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তাঁর মোবাইল ফোনে গোপনে ধারণ করে রাখেন। পরে আবারও যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সিয়াম।
একপর্যায়ে সিয়াম তাঁর শ্যালকের ফেসবুক মেসেঞ্জারে ধারণকৃত ছবি পাঠিয়ে যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে ওই ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন।
বিষয়টি স্ত্রীর পরিবার গুরুত্ব না দিলে সিয়াম ওই ছবি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগী ৬ অক্টোবর পাবনার ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুয়ায়ী মামলা নথিভুক্ত করে আজ ভোররাতে খানমরিচ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পাবনার ভাঙ্গুরায় যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সিয়াম আলী (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার খানমরিচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সিয়াম উপজেলার হাটউধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ডেকোরেটরের শ্রমিকের কাজ করতেন।
এর আগে ৬ অক্টোবর ভুক্তভোগী (স্ত্রী) পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক, পর্নোগ্রাফি ও পারিবারিক আদালতে মোট তিনটি মামলা দায়ের করেন। পাবনার ৪ নম্বর আমলি আদালতের বিচারক বেবী নাজনীন বাদীর লিখিত আবেদন আমলে নিয়ে ভাঙ্গুরা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।
ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ জুলাই সিয়ামের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে তাঁকে বাড়ি থেকে বের করে দেন সিয়াম। বিষয়টি নিয়ে তখন আদালতে একটি মামলাও করা হয়। বিপদ বুঝতে পেরে সিয়াম স্ত্রীকে সংসারে ফিরিয়ে নিয়ে মামলা প্রত্যাহার করিয়ে নেন।
এরপর স্বাভাবিক আচরণ করে সংসার করতে থাকেন। এর মধ্যে কৌশলে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তাঁর মোবাইল ফোনে গোপনে ধারণ করে রাখেন। পরে আবারও যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সিয়াম।
একপর্যায়ে সিয়াম তাঁর শ্যালকের ফেসবুক মেসেঞ্জারে ধারণকৃত ছবি পাঠিয়ে যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে ওই ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন।
বিষয়টি স্ত্রীর পরিবার গুরুত্ব না দিলে সিয়াম ওই ছবি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেন। পরে ভুক্তভোগী ৬ অক্টোবর পাবনার ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুয়ায়ী মামলা নথিভুক্ত করে আজ ভোররাতে খানমরিচ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
১২ মিনিট আগেদিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং অন্যটি ২০১৩ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় নির্মাণ করে। সম্প্রতি মোহনপুর রাবার...
১৭ মিনিট আগেনানা সমস্যার কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না সরকার। এসব সমস্যার মধ্যে রয়েছে বস্তায় ভরে ধান খাদ্যগুদামে নিয়ে যাওয়া, ধান শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশে নামিয়ে আনা, চিটার জন্য প্রতিমণে এক-দুই কেজি বেশি ধান নেওয়ার মতো নানা শর্ত এবং ব্যাংকে দৌড়াদৌড়ি করা। চলতি বছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রার.
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘পর্দা না করা’ নিয়ে হেনস্তার ঘটনায় মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তিকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নেওয়া হয়। তবে অভিযুক্তকে ছাড়িয়ে আনতে বুধবার (৫ মার্চ) মধ্যরাতে স্বঘোষিত ‘তৌহিদী জনতা’ থানার সামনে ও ভেতরে অবস্থান নেয়। পরদিন বৃহস্পতিবার ঢাকার প্রধান মহানগর হাকিম...
১ ঘণ্টা আগে