Ajker Patrika

চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ দুই ভাতিজার বিরুদ্ধে

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৫৯
চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ দুই ভাতিজার বিরুদ্ধে

পূর্ববিরোধের জেরে পাবনা সদর উপজেলার ভাড়ারায় চাচাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চিথুলিয়া ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন।

সাইদুল ইসলাম (৫০) সদর উপজেলার চর বলরামপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি পেশায় কুলির কাজ করতেন। আর অভিযুক্ত দুই ভাতিজা হলেন তালহা ও তামিম। তাঁরা একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। নিহত সাইদুল ইসলামের আপন বড় ভাই মোহাম্মদ আলী পেশায় কৃষক। 

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কিছুদিন আগে পূর্ববিরোধের জেরে সাইদুল ইসলাম তাঁর বড় ভাই মোহাম্মদ আলীকে মারধর করেছিলেন। সেই ঘটনায় থানায় মামলাও হয়েছে। রোববার সন্ধ্যায় কাজ থেকে ফিরছিলেন সাইদুল ইসলাম। চিথুলিয়া ব্রিজের ওপরে পৌঁছামাত্র সেখানে অবস্থান করা মোহাম্মদ আলীর দুই ছেলে তালহা ও তামিম তাঁকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান। পরে এলাকাবাসী ও স্বজনেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসক। সেখানে নেওয়ার সময় পথেই মারা যান সাইদুল ইসলাম। 

অভিযুক্ত তালহা ও তামিম পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত