Ajker Patrika

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি
ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত
ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, আজ শামসুল হুদা (৫৪) নামের এক ব্যক্তি ঢাকা থেকে কর্ণফুলী-৯ লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ভোররাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে স্টাফ অফিসার (অপারেশনস) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেস ভোলা থেকে একটি মেডিকেল টিম খেয়াঘাট লঞ্চঘাটে পাঠানো হয়।

ভোর ৫টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিকেল টিম অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কোস্ট গার্ডের যানবাহনযোগে ভোলা সদরের সরকারি হাসপাতালে স্থানান্তর করে।

পরে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত
ভোলায় অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের সেবা। ছবি: সংগৃহীত

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লিখিত ঘটনাটি এর একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত