Ajker Patrika

ইউএনও-পুলিশ দিয়ে এ দেশে আর নির্বাচন হবে না: হাসনাত

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৫, ১৭: ০৩
রোববার দুপুরে চট্টগ্রামের টানেল সড়কে পথসভায় বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা
রোববার দুপুরে চট্টগ্রামের টানেল সড়কে পথসভায় বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাইয়ের আন্দোলনে শহীদ আর আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ। পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিমূলক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের, যে বাংলাদেশে রাতে কোনো নির্বাচন হবে না, কোনো ডামি নির্বাচন হবে না। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। ইউএনও-পুলিশ দিয়ে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’

আজ রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় পথসভায় হাসনাত এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চাই। জনতা এখন ক্ষমতাবান হয়েছে। কথা বলতে মানুষের এখন আর ভয় লাগে না। আমরা আপনাদের সন্তানের মতো, আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমাদের সংশোধন করে দেবেন। এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব; যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত