আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের জামতলী এলাকায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আফজাল হোসেন (৬৭)।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে এক বৃদ্ধ আক্কেলপুর রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে জামতলী এলাকায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের পেছনের দিকের বগির নিচে মাথা দেন তিনি। এতে ট্রেনের পাদানির ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ‘আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এর আগে তিনি একটি ট্রেন আসার সময়ও ঝাঁপ দিতে চেয়েছিলেন, কিন্তু আশপাশে লোকজন থাকায় পারেননি। পরে আরও দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সীমান্ত ট্রেন আসার সময় নিচে মাথা দেন।’
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চালক আমাকে জানান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ট্রেনের পেছনের বগির নিচে মাথা দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।
জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আন্তনগর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে হাস্তাবসন্তপুর গ্রামের মাঠের জামতলী এলাকায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আফজাল হোসেন (৬৭)।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে এক বৃদ্ধ আক্কেলপুর রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে জামতলী এলাকায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের পেছনের দিকের বগির নিচে মাথা দেন তিনি। এতে ট্রেনের পাদানির ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ফরিদা পারভীন বলেন, ‘আমরা রেললাইনের পাশে ধান মাড়াই করছিলাম। তখন ওই বৃদ্ধ হেঁটে যাচ্ছিলেন। এর আগে তিনি একটি ট্রেন আসার সময়ও ঝাঁপ দিতে চেয়েছিলেন, কিন্তু আশপাশে লোকজন থাকায় পারেননি। পরে আরও দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সীমান্ত ট্রেন আসার সময় নিচে মাথা দেন।’
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, ‘সীমান্ত এক্সপ্রেস ট্রেনের চালক আমাকে জানান, স্টেশনের দক্ষিণ পাশে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ট্রেনের পেছনের বগির নিচে মাথা দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।
চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানা থেকে নিষিদ্ধ সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩০০ সেট পোশাক জব্দ করেছে পুলিশ। প্রতি সেটে একটি শার্ট ও একটি প্যান্ট রয়েছে। এ সময় পোশাক কারখানাটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেকুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন শামসুল আলম সরকার ওরফে মোস্তফা শামসুল। তিনি একজন সরকারি কর্মচারী হয়েও একটি রাজনৈতিক দলের গুরুপূর্ণ পদ দখলে রেখেছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে। যা সরকারি চাকরিবিধির স্পষ্ট লঙ্ঘন।
৩০ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অননুমোদিত পেট্রলপাম্প বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাম্পটির দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। এ ছাড়া পেট্রলপাম্পের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।
৩৩ মিনিট আগেভোলার চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাবলিগ জামাতের সাথি মো. নাহিয়ান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী। রোববার (২৫ মে) উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরিমুকরি ইউনিয়নের চরপাতিলা ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে