নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আমগাছের পোকা-মাকড় দমনে কীটনাশক স্প্রে করেন চাষিরা। কিন্তু সেই কীটনাশকের প্রভাবে আমবাগানের পাশে থাকা তুঁতগাছের পলু পোকাও মারা যায়। তাতে রেশম সুতা উৎপাদন কমে যায়। বিশেষ করে মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সময়ে এ সমস্যা বেশি হয়। চাষিদের পক্ষ থেকে এ সমস্যা তুলে ধরে সমাধান চাওয়া হয়েছে।
রেশম শিল্পে সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচারবিষয়ক এক অংশীজন সভায় এ সমস্যার কথা তুলে ধরা হয়। শুদ্ধাচার কৌশল-কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে এ সভার আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সভায় রেশম চাষিদের পক্ষ থেকে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের ইয়াসিন আলী বক্তব্য দেন।
চাষি ইয়াসিন আলী বলেন, ‘বাঘা রেশম চাষের জন্য প্রসিদ্ধ। এখনো আমরা কিছু চাষি এ অঞ্চলে রেশম চাষ টিকিয়ে রেখেছি। কিন্তু সমস্যা হলো, আমাদের তুঁতগাছের বাগানগুলো আমবাগানের পাশে। চাষিরা আমগাছের পোকামাকড় দমনে কীটনাশক স্প্রে করেন। এর প্রভাবে তুঁতগাছের পলু পোকাও মরে যায়। তাতে রেশম কাপড়ের জন্য সুতা উৎপাদন অনেক কমে যায়।’
সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, সাধারণত চারটি মৌসুমে পলু পোকার উৎপাদন হয়। এর মধ্যে মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি সময়টিকে জ্যৈষ্ঠাবন মৌসুম ধরা হয়। এই মৌসুমেই আমবাগানের কীটনাশকের কারণে পলু পোকার ক্ষতি হয়। পলু পোকা গাছে থাকে ২০ থেকে ২২ দিন। এ সময় পাশের আমবাগানের মালিককে সতর্কতার সঙ্গে কীটনাশক স্প্রে করতে বলতে হবে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন রেশম বোর্ডের কর্মকর্তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বস্ত্র) সুব্রত শিকদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব (বস্ত্র) এ এম মঈনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেন।
আমগাছের পোকা-মাকড় দমনে কীটনাশক স্প্রে করেন চাষিরা। কিন্তু সেই কীটনাশকের প্রভাবে আমবাগানের পাশে থাকা তুঁতগাছের পলু পোকাও মারা যায়। তাতে রেশম সুতা উৎপাদন কমে যায়। বিশেষ করে মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত সময়ে এ সমস্যা বেশি হয়। চাষিদের পক্ষ থেকে এ সমস্যা তুলে ধরে সমাধান চাওয়া হয়েছে।
রেশম শিল্পে সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচারবিষয়ক এক অংশীজন সভায় এ সমস্যার কথা তুলে ধরা হয়। শুদ্ধাচার কৌশল-কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে এ সভার আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সভায় রেশম চাষিদের পক্ষ থেকে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের ইয়াসিন আলী বক্তব্য দেন।
চাষি ইয়াসিন আলী বলেন, ‘বাঘা রেশম চাষের জন্য প্রসিদ্ধ। এখনো আমরা কিছু চাষি এ অঞ্চলে রেশম চাষ টিকিয়ে রেখেছি। কিন্তু সমস্যা হলো, আমাদের তুঁতগাছের বাগানগুলো আমবাগানের পাশে। চাষিরা আমগাছের পোকামাকড় দমনে কীটনাশক স্প্রে করেন। এর প্রভাবে তুঁতগাছের পলু পোকাও মরে যায়। তাতে রেশম কাপড়ের জন্য সুতা উৎপাদন অনেক কমে যায়।’
সভায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, সাধারণত চারটি মৌসুমে পলু পোকার উৎপাদন হয়। এর মধ্যে মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি সময়টিকে জ্যৈষ্ঠাবন মৌসুম ধরা হয়। এই মৌসুমেই আমবাগানের কীটনাশকের কারণে পলু পোকার ক্ষতি হয়। পলু পোকা গাছে থাকে ২০ থেকে ২২ দিন। এ সময় পাশের আমবাগানের মালিককে সতর্কতার সঙ্গে কীটনাশক স্প্রে করতে বলতে হবে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন রেশম বোর্ডের কর্মকর্তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বস্ত্র) সুব্রত শিকদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব (বস্ত্র) এ এম মঈনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (৬৪), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), শামীম..
১ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপান করে অসুস্থ হওয়ার পর সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে মারা গেছেন। রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। সন্তোষ উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে।
২ মিনিট আগে১৫ মে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমি ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছার পর আমি দোতলায় আগুন দেখতে পাই। ওখানে প্রচণ্ড ধোঁয়া ছিল। দুইটা রুমে চেয়ার-টেবিল, ওপরে আগুন ছিল। ওইটা আমি অতি সত্বর নিভিয়ে চলে আসি। প্রায় ৫ মিনিটের মতো আমরা এই কাজ করেছি..
২৮ মিনিট আগেবাড়িটি তৈরির শুরুতে প্রাথমিকভাবে সিমেন্টের খুঁটি দিয়ে অবকাঠামো তৈরি করেন। এরপর প্লাস্টিকের বোতলগুলোতে বালু ও মাটিভর্তি করে সিমেন্ট দিয়ে দেয়ালের গাঁথুনি করেন। গাঁথুনির ওপরে দেন টিনের চাল। এভাবেই তৈরি হয় প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি। ইটের তৈরি বাড়ির চেয়ে এই বাড়িতে গরম কম লাগবে।
১ ঘণ্টা আগে