সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াসদানি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে র্যাব যুবদল নেতা জহুরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এনায়েতপুর থানায় হস্তান্তর করেছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ছাত্রদল নেতা কবির হোসেন হত্যার ঘটনায় তাঁর ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে গত ২২ মার্চ এনায়েতপুর থানায় ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ১০ নম্বর আসামি জাবেদ শেখ এলাকায় এসে মামলার আসামিদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অর্থ উপার্জন করে আসছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এসব অপকর্ম বন্ধ করার জন্য সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন আসামিদের বলতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকি প্রদান করেন।
গত ১৮ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আসামিরাও একই স্থানে পালটা ইফতার মাহফিল আহ্বান করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইফতার মাহফিলের স্থান নির্ধারিত বাজারে স্থানান্তর করা হয়। নিহত ছাত্রদল নেতাসহ অন্য নেতারা ইফতার মাহফিলের প্যান্ডেল ও অন্যান্য সামগ্রী সরাতে গেলে আসামিরা বাধা দেয়।
এ সময় আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা করলে ছাত্রদল নেতা কবির হোসেনসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত ছাত্রদল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ছাত্রদল নেতার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াসদানি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে র্যাব যুবদল নেতা জহুরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এনায়েতপুর থানায় হস্তান্তর করেছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ছাত্রদল নেতা কবির হোসেন হত্যার ঘটনায় তাঁর ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে গত ২২ মার্চ এনায়েতপুর থানায় ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ১০ নম্বর আসামি জাবেদ শেখ এলাকায় এসে মামলার আসামিদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অর্থ উপার্জন করে আসছেন। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ায় এসব অপকর্ম বন্ধ করার জন্য সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন আসামিদের বলতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকি প্রদান করেন।
গত ১৮ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আসামিরাও একই স্থানে পালটা ইফতার মাহফিল আহ্বান করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইফতার মাহফিলের স্থান নির্ধারিত বাজারে স্থানান্তর করা হয়। নিহত ছাত্রদল নেতাসহ অন্য নেতারা ইফতার মাহফিলের প্যান্ডেল ও অন্যান্য সামগ্রী সরাতে গেলে আসামিরা বাধা দেয়।
এ সময় আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা করলে ছাত্রদল নেতা কবির হোসেনসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত ছাত্রদল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ছাত্রদল নেতার ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে