Ajker Patrika

ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩২
ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার 

বগুড়ার শিবগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে (১৮) ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার তাঁকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আটমূল ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার ওই যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি আটমূল ইউনিয়নের নান্দুরা আকইলপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

ভুক্তভোগী তরুণীর পরিবার বলছে, গতকাল শুক্রবার তরুণীর বাবা-মা তাঁর নানাবাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে একাই ছিলেন তিনি। দুপুরে জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢুকে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী অচেতন হয়ে পড়লে তাঁকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ির বারান্দায় থাকা বেশ কিছু কাপড় ওই তরুণীর শরীরের ওপর রেখে আগুন লাগিয়ে পালিয়ে যান সাইফুল। এ সময় ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তিনি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ভুক্তভোগীর পরিবার আরও জানায়, আগুনে ওই তরুণীর হাত-পাসহ শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। প্রথমে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন সেখানকার চিকিৎসকেরা

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতে থানায় মামলা করেছেন। জড়িত সাইফুল ইসলামকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত