Ajker Patrika

ঝড়ে পড়া আম চাষিরা বিক্রি করছেন ১-২ টাকা কেজি, হাতবদলেই ৩০ টাকা 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ২২: ৩৩
ঝড়ে পড়া আম চাষিরা বিক্রি করছেন ১-২ টাকা কেজি, হাতবদলেই ৩০ টাকা 

বুধবার ও রোববার দুই দফা কালবৈশাখীতে রাজশাহীর দুর্গাপুরে বাগানের কয়েক শ মণ আম ঝরে পড়েছে। সেই আম পাড়া-মহল্লা ও মোড়ে মোড়ে পাইকারি দরে বিক্রি হচ্ছে। দামে বেশ সস্তা। কিন্তু হাতবদলে এ আমের দাম বাড়ছে ১৫ থেকে ৩০ গুণ।

উপজেলার পাইকারি বাজারের ১ থেকে ২ টাকা কেজির আম রাজধানী ঢাকা ও চট্টগ্রামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। ফলে এর সুফল পাচ্ছেন না রাজশাহীর আমচাষিরা। রাজধানী ও চট্টগ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়। এ অবস্থায় চরম হতাশায় পড়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমচাষিরা।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামে ঝড়ে পড়া আম বিক্রি হচ্ছেকৃষি বিভাগ সূত্রে জানা যায়, আমের জন্য বিখ্যাত রাজশাহী। সমগ্র জেলায় আমবাগান রয়েছে ১৯ হাজার ৯৪৩ হেক্টর জমিতে। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় ১ হাজার হেক্টর জমিতে আমবাগান রয়েছে। চলতি মৌসুমে এ দুই উপজেলায় ৭৫-৮০ শতাংশ আমগাছে মুকুল এসেছিল। গত বুধবার ও রোববারের দুই দফা ঝড়ে বেশির ভাগ বাগানের আম ঝরে পড়েছে।

গত সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাগান ও আড়তসহ মোড়ে মোড়ে গিয়ে দেখা যায়, ঝরে পড়া আম কেনার ধুম পড়েছে ফড়িয়া ব্যবসায়ীদের মধ্যে। তারা পাড়া-মহল্লা ও মোড়ে মোড়ে প্রতিকেজি আম কিনছেন মাত্র ১ থেকে ২ টাকা দরে। আকারে ছোটগুলো কিনছেন ১ টাকা কেজি দরে। আবার অনেক জায়গায় ট্রাক ভর্তি হওয়ায় আমই কিনছেন না ফড়িয়া ব্যবসায়ীরা। ফলে আম বিক্রি না হওয়ায় হতাশা নিয়ে চলে যাচ্ছেন চাষিরা।

অল্প টাকায় আম ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য বস্তায় ভরানো হচ্ছেউপজেলার শ্রীধপুর গ্রামের আমচাষি জামাল উদ্দিন বলেন, ‘ঝড়ে আমার বাগানে প্রায় ৫ মণ আম ঝরে পড়েছে। বিক্রির উদ্দেশ্যে স্থানীয় মোড়ে নিয়ে যাই। কিন্তু ব্যবসায়ীর আম অতিরিক্ত হওয়ায়, আমার আম ১ টাকা কেজি দরেও কিনে নিল না। তাই ফেরত নিয়ে যাচ্ছি।

চট্টগ্রামে অবস্থানরত এনজিও কর্মী এবং দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের আব্দুল মালেক বলেন, ‘চট্টগ্রামে রাজশাহীর ঝড়ে পড়া আম ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি নিজেও কিনেছি। বাড়িতে খবর নিয়ে জেনেছি আমার এলাকায় ফড়িয়া ব্যবসায়ীরা ১ থেকে ২ টাকা কেজি দরে এসব আম ক্রয় করছেন। তারপর তাঁরা চট্টগ্রামে সরবরাহ করছেন। ওই আমই এখানে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

কালবৈশাখীতে ঝড়ে পড়া আম সংগ্রহে করে রাখছেন চাষিরাঢাকায় বসবাসরত চাকরিজীবী দুর্গাপুরের রাশিদুল ইসলাম বলেন, ‘রাজশাহীর ঝড়ে পড়া প্রচুর আম ঢাকায় ঢুকছে। ১ টাকা কেজির সেই আম এখানে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

পৌর এলাকার দেবীপুর গ্রামের আইয়ুব আলী বলেন, ‘গত ৫ দিনের মধ্যে দুই দফা আঘাত হানল কালবৈশাখী। ঝড়ে আমার বাগানে ৫০ ভাগের ওপরে আম ঝরে গেছে। সব মিলিয়ে কয়েক শ মণ আম ঝরে গেছে। এসব আম ফড়িয়া ব্যবসায়ীরা ১ থেকে ২ টাকা কেজি দরে কিনে নিচ্ছেন। ব্যবসায়ীরা ঢাকা ও চট্টগ্রাম পাঠিয়ে বেশি দামে বিক্রি করে ভালো মুনাফা করছেন। কিন্তু আমরা আমচাষিরা দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

কালবৈশাখীতে রাস্তার ধারে পড়ে আছে আমউপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, ‘দুই দফা ঝড়ে উপজেলার বাগানগুলোতে আম ঝরে পড়ছে। ক্ষতিগ্রস্ত আমচাষিদের তালিকা তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চলিত মৌসুমে বাগানগুলোতে ব্যাপক মুকুল এসেছিল। ঝড়ে পড়ে যাওয়ার পর এখনো গাছে যে আম আছে, চাষিরা সঠিকভাবে সেগুলোর যত্ন নিলে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত