রাবি প্রতিনিধি
তিন দিন পর মেয়রের মধ্যস্থতায় ক্যাম্পাসে ফিরলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলের বহর নিয়ে নেতা কর্মীদের সঙ্গে ক্যাম্পাসে আসেন তারা।
এর আগে নগর ভবনে ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা কর্মী ও নতুন সভাপতি–সাধারণ সম্পাদককে নিয়ে সমঝোতা বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপরই নেতৃবৃন্দ ক্যাম্পাসে প্রবেশ করেন।
গত শনিবার মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে একাংশের নেতা-কর্মীরা। এরপর টানা তিন দিন ক্যাম্পাসে আন্দোলন করে তারা। এই তিন দিন ক্যাম্পাসে ঢুকতে পারেনি ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ দিকে ক্যাম্পাসে প্রবেশের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করেছে তাদের কর্মী ও সমর্থকেরা। এ সময় তারা আবাসিক হলে সিট বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘ছাত্রলীগের যেসব নেতা কর্মী কমিটি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন, তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। খায়রুজ্জামান লিটন ভাই (সিটি মেয়র) আমি এবং আমার সাধারণ সম্পাদকে নির্দেশ দিয়েছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার।’
সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘এই কমিটি নিয়ে আমাদের কিছু ভাই মনঃক্ষুণ্ন হয়েছিলেন, হওয়াটাও স্বাভাবিক। কেননা তারাও সাত বছর রাজনীতি করেছেন। খায়রুজ্জামান লিটন (সিটি মেয়র) আমাদের ডেকে নিয়ে বুঝিয়েছেন, তারাও বুঝেছে আমরাও বুঝেছি। সব নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, নবনির্বাচিত ৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন তারাসহ যারা পদ বঞ্চিত হয়েছেন তাদের নিয়েই আমরা ছাত্রলীগকে এগিয়ে নেব।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি সমস্যা ছিল সিট বাণিজ্য। আমি ঘোষণা করছি, বিশ্ববিদ্যালয়ে যদি একটি সিট বাণিজ্য হয়, কোনো ছাত্রলীগ নেতা যদি সিট বাণিজ্য করে তাহলে হয় সে ছাত্রলীগ করবে, নয়তো আমি। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট বাণিজ্যের কবর রচনা করলাম।’
তিন দিন পর মেয়রের মধ্যস্থতায় ক্যাম্পাসে ফিরলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলের বহর নিয়ে নেতা কর্মীদের সঙ্গে ক্যাম্পাসে আসেন তারা।
এর আগে নগর ভবনে ছাত্রলীগের কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা কর্মী ও নতুন সভাপতি–সাধারণ সম্পাদককে নিয়ে সমঝোতা বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপরই নেতৃবৃন্দ ক্যাম্পাসে প্রবেশ করেন।
গত শনিবার মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে একাংশের নেতা-কর্মীরা। এরপর টানা তিন দিন ক্যাম্পাসে আন্দোলন করে তারা। এই তিন দিন ক্যাম্পাসে ঢুকতে পারেনি ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ দিকে ক্যাম্পাসে প্রবেশের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করেছে তাদের কর্মী ও সমর্থকেরা। এ সময় তারা আবাসিক হলে সিট বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘ছাত্রলীগের যেসব নেতা কর্মী কমিটি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন, তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। খায়রুজ্জামান লিটন ভাই (সিটি মেয়র) আমি এবং আমার সাধারণ সম্পাদকে নির্দেশ দিয়েছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার।’
সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘এই কমিটি নিয়ে আমাদের কিছু ভাই মনঃক্ষুণ্ন হয়েছিলেন, হওয়াটাও স্বাভাবিক। কেননা তারাও সাত বছর রাজনীতি করেছেন। খায়রুজ্জামান লিটন (সিটি মেয়র) আমাদের ডেকে নিয়ে বুঝিয়েছেন, তারাও বুঝেছে আমরাও বুঝেছি। সব নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, নবনির্বাচিত ৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন তারাসহ যারা পদ বঞ্চিত হয়েছেন তাদের নিয়েই আমরা ছাত্রলীগকে এগিয়ে নেব।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি সমস্যা ছিল সিট বাণিজ্য। আমি ঘোষণা করছি, বিশ্ববিদ্যালয়ে যদি একটি সিট বাণিজ্য হয়, কোনো ছাত্রলীগ নেতা যদি সিট বাণিজ্য করে তাহলে হয় সে ছাত্রলীগ করবে, নয়তো আমি। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট বাণিজ্যের কবর রচনা করলাম।’
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়েরবাজার বোর্ড ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে।
২১ মিনিট আগেযশোর কেন্দ্রীয় কারাগারে এনামুল হক (৫১) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
২৯ মিনিট আগেঅভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।
৪০ মিনিট আগে