Ajker Patrika

তাপে গলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিচ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় এলাকার সড়ক দেবে গেছে। ছবি: আজকের পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় এলাকার সড়ক দেবে গেছে। ছবি: আজকের পত্রিকা

পিচ গলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাধিক অংশ। সড়কের বিভিন্ন স্থানে পিচ গলে সড়ক উঁচু-নিচু হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানে রাস্তার ওপর বাঁক তৈরি হয়েছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।

পথচারীদের অভিযোগ, ছোট ছোট যানবাহনে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতে মোটরসাইকেলের চালকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন বেশি। এতে কেউ পঙ্গুত্ববরণ করছেন। কারও আবার মৃত্যুও হচ্ছে। আবার কেউ হাত কিংবা পা হারাচ্ছেন।

সড়ক বিভাগ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রচণ্ড তাপে সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জের পথে রাস্তার বাঁ দিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। কোনো কোনো স্থানে সড়ক উঁচু-নিচু হয়েছে। আবার কোনো কোনো জায়গায় তৈরি হয়েছে বাঁক। এ কারণে দুর্ঘটনা ঘটছে বেশি।

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. নাহিনুর রহমান বলেন, ‘সোনামসজিদ মহাসড়কের অনিরাপদ স্থানগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তাপের কারণে পিচ গলে রাস্তায় গর্ত, বাঁকা ও উঁচু-নিচু হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।’

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ পরিদর্শক, (টিআই, মোটরযান ইনচার্জ) মো. শফিকুল আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে আরটিসি মিটিংয়ে সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হলেও সেগুলো কখনো বাস্তবায়ন হয় না। আর সড়ক বিভাগ তো আমাদের সঙ্গে এসব বিষয় নিয়ে কখনো কথাই বলে না।’

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত