Ajker Patrika

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস মারা গেছেন।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) 

তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, নায়েব আলী বিশ্বাস বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৮ ডিসেম্বর ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি আজ শনিবার সকালে মারা যান।  

দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে নায়েব আলী বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। ৬০-এর দশকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনীতি পথচলা শুরু হয়। তিনি ঈশ্বরদী থানা ছাত্রলীগ, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 

১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত একটানা ১০ বছর ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস মারা যাওয়ার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। 

আজ শনিবার এশার নামাজের পর রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কেন্দ্রীয় গোরস্থানের মুক্তিযোদ্ধা কর্নারে রাষ্ট্রীয় সম্মাননায় তাঁর মরদেহ দাফন করা হবে। 

তাঁর মৃত্যুতে নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ গভীর শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত