Ajker Patrika

৫ মাস পর সচল কুয়েট, ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি
পাঁচ মাস পর বন্ধ থাকার পর আজ মঙ্গলবার কুয়েটের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন। ছবি: আজকের পত্রিকা
পাঁচ মাস পর বন্ধ থাকার পর আজ মঙ্গলবার কুয়েটের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ পাঁচ মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অচলাবস্থা কেটেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন। খোলা রয়েছে আবাসিক হলগুলো। গ্রামের বাড়িতে চলে যাওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

ক্লাস শুরু নিয়ে অজানা শঙ্কা দূর হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হয়েছেন।

ক্যাম্পাসে কথা হয় ২১ ব্যাচের শিক্ষার্থী আসলাম হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাসা মাগুরায়। ক্লাস শুরুর খবর পেয়ে গতকাল সোমবার খুলনায় চলে এসেছি। দীর্ঘ পাঁচ মাস পর ক্লাস হওয়ায় আমি আনন্দিত। খুলনার বাইরে থাকা আমার সহপাঠীরাও আসতে শুরু করেছেন।’

জানতে চাইলে ১৯ ব্যাচের শিক্ষার্থী তানিম আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুলেছে। আমরা অনেক খুশি। প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ধীরে ধীরে স্বাভাবিক হবে। আমাদের অনেক সহপাঠী খুলনার বাইরে পরিবারের কাছে চলে গিয়েছিলেন। তাঁরাও নোটিশ পেয়ে আসতে শুরু করেছেন। সব মিলিয়ে আমরা খুশি এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেয়। নোটিশ পেয়ে শিক্ষার্থীরা সোমবার থেকে খুলনায় আসতে শুরু করেছেন। তবে বৃষ্টির কারণে ক্লাস শুরুর প্রথম দিনে দূর থেকে অনেক শিক্ষার্থী আসতে পারেননি।

পাঁচ মাস পর বন্ধ থাকার পর আজ মঙ্গলবার কুয়েটের ক্লাস শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
পাঁচ মাস পর বন্ধ থাকার পর আজ মঙ্গলবার কুয়েটের ক্লাস শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। শিক্ষকেরা ক্লাসে ফিরেছেন।’

কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, ‘আজ ক্লাস শুরু হওয়ার পর আমি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হয়েছি। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুন্দর করতে সবার পরামর্শ নিয়ে এগিয়ে যাব। আশা করি, আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যালয়টি সুনাম অক্ষুন্ন রাখবে।’

গত ২৪ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরদিনই তিনি কর্মস্থলে যোগ দেন। এর পর দিনভর বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষ, শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর, স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। সবশেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত জানান।

গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলাকে কেন্দ্র করে অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর রমজান ও ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে তাঁদের দাবির মুখে কুয়েটের তৎকালীন উপাচার্য ও সহউপাচার্যকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

পরবর্তীতে ১ মে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন। তাঁর আগে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগে ৪ মে আন্দোলনে যায় শিক্ষক সমিতি। দুই মাস দুই দিন উপাচার্যবিহীন থাকার পর ২৪ জুলাই ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত