মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় দুই টাকার জন্য দোকানি দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের ডাকাতের মোড়ে দোকানঘরে হামলা, ভাঙচুর ও মারধরের এ ঘটনা ঘটে। পরে এদিন রাতেই ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় এজাহার করেছে ভুক্তভোগীরা।
আহত ভুক্তভোগীরা হলেন রেজাউল ইসলাম সরদার (৫৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫০)। তাঁরা মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁরা ডাকাতের মোড়ে ব্যবসা করে আসছিলেন।
আহত রেজাউল ইসলাম সরদারের ছেলে বুলবুল হোসেন বলেন, ‘রামপুর গ্রামের ভুলু সরদার মঙ্গলবার সন্ধ্যায় বাবার দোকানে এসে একটি পান, একটি শিঙাড়া ও দুধ চা খান। এতে তাঁর বিল দাঁড়ায় ১৭ টাকা। কিন্তু ভুলু সরদার ১৭ টাকার পরিবর্তে ১৫ টাকা দিতে চান। এ নিয়ে বাবার সঙ্গে ভুলু সরদারের কথা-কাটাকাটি হয়।’
বুলবুল আরও বলেন, ‘একপর্যায়ে ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় স্থানীয় লোকজন এসে তাঁদের উভয়কে সরিয়ে দেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জল হোসেন বলেন, ‘ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রেজাউল বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর ভুলু সরদারের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রেজাউল সরদারের দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকানদার রেজাউল ইসলাম ও তাঁর স্ত্রী বুলু বেগমকে পিটিয়ে জখম করে। এ সময় চায়ের স্টল ও মুদিখানার দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে দেওয়া হয়।’
আহত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, হামলাকারীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ অন্তত দেড় লাখ লুট করে নিয়ে যায়। এ ছাড়া আরও লাখ টাকার মালামালের ক্ষতি করে।
এদিকে ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত ভুলু সরদার। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘এ-সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
নওগাঁর মান্দায় দুই টাকার জন্য দোকানি দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের ডাকাতের মোড়ে দোকানঘরে হামলা, ভাঙচুর ও মারধরের এ ঘটনা ঘটে। পরে এদিন রাতেই ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় এজাহার করেছে ভুক্তভোগীরা।
আহত ভুক্তভোগীরা হলেন রেজাউল ইসলাম সরদার (৫৫) ও তাঁর স্ত্রী বুলু বেগম (৫০)। তাঁরা মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁরা ডাকাতের মোড়ে ব্যবসা করে আসছিলেন।
আহত রেজাউল ইসলাম সরদারের ছেলে বুলবুল হোসেন বলেন, ‘রামপুর গ্রামের ভুলু সরদার মঙ্গলবার সন্ধ্যায় বাবার দোকানে এসে একটি পান, একটি শিঙাড়া ও দুধ চা খান। এতে তাঁর বিল দাঁড়ায় ১৭ টাকা। কিন্তু ভুলু সরদার ১৭ টাকার পরিবর্তে ১৫ টাকা দিতে চান। এ নিয়ে বাবার সঙ্গে ভুলু সরদারের কথা-কাটাকাটি হয়।’
বুলবুল আরও বলেন, ‘একপর্যায়ে ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় স্থানীয় লোকজন এসে তাঁদের উভয়কে সরিয়ে দেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জল হোসেন বলেন, ‘ভুলু সরদার টাকা না দিয়ে দোকান থেকে এক প্যাকেট পাউরুটি ও এক কার্টন সেভেনআপ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রেজাউল বাধা দেওয়ায় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর ভুলু সরদারের নেতৃত্বে ১০-১২ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রেজাউল সরদারের দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকানদার রেজাউল ইসলাম ও তাঁর স্ত্রী বুলু বেগমকে পিটিয়ে জখম করে। এ সময় চায়ের স্টল ও মুদিখানার দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করে দেওয়া হয়।’
আহত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, হামলাকারীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ অন্তত দেড় লাখ লুট করে নিয়ে যায়। এ ছাড়া আরও লাখ টাকার মালামালের ক্ষতি করে।
এদিকে ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত ভুলু সরদার। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘এ-সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
শ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১৫ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগেঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
২ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
২ ঘণ্টা আগে