বগুড়া প্রতিনিধি
বগুড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে ভিড় করছেন ক্রেতারা। এর মধ্যে ‘সুন্দর’ নামে গোলাপি রঙের আলভিনো বাফেলো জাতের একটি মহিষকে ঘিরে সবার মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।
আজ শুক্রবার সরেজমিনে পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, গোলাপি রঙের ওই মহিষকে ঘিরে রেখেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। মহিষটিকে দেখার জন্য অনেকেই হাটে আসছেন। শখ করে এই মহিষের নাম রাখা হয়েছে ‘সুন্দর’। সুন্দরের মালিকের নাম আরমান বাদশা। তিনি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। সুন্দর নামের এই মহিষটিকে হাটে নিয়ে এসেছেন আরমান বাদশার ভাতিজা নাফি ও শ্যালক খন্দকার রিহাত আহম্মেদ। তারা জানান, বিক্রির জন্য নওগাঁ থেকে সুন্দরকে সুলতানগঞ্জ হাটে নিয়ে আসা হয়েছে। এর দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা।
গোলাপি মহিষ দেখতে হাটে আসা আব্দুল খালেক নামের এক যুবক জানান, এর আগে তিনি গোলাপি রঙের মহিষ দেখেননি। গোলাপি রঙের মহিষ দেখে তিনি অনেক খুশি।
মুঠোফোনে সুন্দরের মালিক আরমান বাদশা জানান, এক বছর আট মাস আগে পাবনা জেলার এক খামারির কাছ থেকে তিনি দুই লাখ টাকা দিয়ে মহিষটিকে কেনেন। ওই সময় মহিষটি বাচ্চা ছিল। শখ করে গোলাপি রঙের এই মহিষটি কেনেন তিনি। পরে নিজ খামারে লালনপালন করেন। এবার কোরবানির হাটে মহিষটিকে বিক্রির জন্য তোলা হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’। মহিষের নামকরণ করেন তার স্ত্রী।
আরমান বাদশা জানান, সুন্দরকে প্রতিদিন ঘাস, খৈল, ভুসি, খড়, ভাতসহ দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট খাওয়ানো হয়নি। দিনে দুইবার গোসল করানো হয়েছে। সুন্দরের উচ্চতা ৪ ফুট ও দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। ওজন হবে প্রায় ১৫ মণ। চার লাখ টাকা দাম পাওয়া গেলে বিক্রি করা হবে।
আরমান বাদশার স্ত্রী তাসনিম সুলতানা জানান, মহিষটি দেখতে অনেক সুন্দর। এ কারণে এবার কোরবানির বাজারে তোলার সময় ওই মহিষের নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’।
বগুড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে ভিড় করছেন ক্রেতারা। এর মধ্যে ‘সুন্দর’ নামে গোলাপি রঙের আলভিনো বাফেলো জাতের একটি মহিষকে ঘিরে সবার মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।
আজ শুক্রবার সরেজমিনে পৌরসভার বনানী সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, গোলাপি রঙের ওই মহিষকে ঘিরে রেখেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। মহিষটিকে দেখার জন্য অনেকেই হাটে আসছেন। শখ করে এই মহিষের নাম রাখা হয়েছে ‘সুন্দর’। সুন্দরের মালিকের নাম আরমান বাদশা। তিনি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। সুন্দর নামের এই মহিষটিকে হাটে নিয়ে এসেছেন আরমান বাদশার ভাতিজা নাফি ও শ্যালক খন্দকার রিহাত আহম্মেদ। তারা জানান, বিক্রির জন্য নওগাঁ থেকে সুন্দরকে সুলতানগঞ্জ হাটে নিয়ে আসা হয়েছে। এর দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা।
গোলাপি মহিষ দেখতে হাটে আসা আব্দুল খালেক নামের এক যুবক জানান, এর আগে তিনি গোলাপি রঙের মহিষ দেখেননি। গোলাপি রঙের মহিষ দেখে তিনি অনেক খুশি।
মুঠোফোনে সুন্দরের মালিক আরমান বাদশা জানান, এক বছর আট মাস আগে পাবনা জেলার এক খামারির কাছ থেকে তিনি দুই লাখ টাকা দিয়ে মহিষটিকে কেনেন। ওই সময় মহিষটি বাচ্চা ছিল। শখ করে গোলাপি রঙের এই মহিষটি কেনেন তিনি। পরে নিজ খামারে লালনপালন করেন। এবার কোরবানির হাটে মহিষটিকে বিক্রির জন্য তোলা হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’। মহিষের নামকরণ করেন তার স্ত্রী।
আরমান বাদশা জানান, সুন্দরকে প্রতিদিন ঘাস, খৈল, ভুসি, খড়, ভাতসহ দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট খাওয়ানো হয়নি। দিনে দুইবার গোসল করানো হয়েছে। সুন্দরের উচ্চতা ৪ ফুট ও দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। ওজন হবে প্রায় ১৫ মণ। চার লাখ টাকা দাম পাওয়া গেলে বিক্রি করা হবে।
আরমান বাদশার স্ত্রী তাসনিম সুলতানা জানান, মহিষটি দেখতে অনেক সুন্দর। এ কারণে এবার কোরবানির বাজারে তোলার সময় ওই মহিষের নাম দেওয়া হয়েছে ‘সুন্দর’।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৫ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৫ ঘণ্টা আগে