বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালুতে সন্তানদের অপহরণের হুমকি দিয়ে চাঁদার দাবিতে বাড়ি বাড়ি পোস্টার লাগানোর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
গ্রেপ্তার রবিউল ইসলামের (২৩) বাড়ি কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তিনি বগুড়া শহরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত ১ অক্টোবর বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়ির দরজা ও জানালায় চাঁদা দাবি করে পোস্টার লাগানো হয়। ঘটনার পর থেকেই এর সঙ্গে জড়িতকে চিহ্নিত করতে মাঠে নামে পুলিশ।
তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রবিউলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চাঁদা দাবিকৃত চারটি পোস্টার, একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল ওই পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন-‘কিছু এলিট শ্রেণি ও ক্ষমতাধারী লোক অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমাজের উন্নয়ন ব্যাহত করছেন। সমাজের মানুষ সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই শ্রেণির মানুষদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্যই পোস্টার লাগিয়ে ভয় দেখায়।’
গ্রেপ্তার রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
উল্লেখ্য, গত ১ অক্টোবর সকালে বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়িতে পোস্টার লাগানো দেখেন গ্রামবাসী। সেই পোস্টারে সর্বনিম্ন ২০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়।
৬ অক্টোবরের মধ্যে ওই গ্রামের পুকুরপাড়ের একটি বাক্সে দাবিকৃত টাকা দিতে বলা হয়। টাকা না দিলে ছেলেমেয়েকে অপহরণ করা হবে বলেও উল্লেখ করা হয়। এই হুমকির কারণে স্থানীয় বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠানো বন্ধ করে দেন অভিভাবকেরা। নিরাপত্তা নিশ্চিত করতে ওই গ্রামের পুলিশ পাহারা বসানো হয়।
বগুড়ার কাহালুতে সন্তানদের অপহরণের হুমকি দিয়ে চাঁদার দাবিতে বাড়ি বাড়ি পোস্টার লাগানোর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
গ্রেপ্তার রবিউল ইসলামের (২৩) বাড়ি কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তিনি বগুড়া শহরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত ১ অক্টোবর বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়ির দরজা ও জানালায় চাঁদা দাবি করে পোস্টার লাগানো হয়। ঘটনার পর থেকেই এর সঙ্গে জড়িতকে চিহ্নিত করতে মাঠে নামে পুলিশ।
তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রবিউলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চাঁদা দাবিকৃত চারটি পোস্টার, একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল ওই পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন-‘কিছু এলিট শ্রেণি ও ক্ষমতাধারী লোক অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমাজের উন্নয়ন ব্যাহত করছেন। সমাজের মানুষ সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই শ্রেণির মানুষদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্যই পোস্টার লাগিয়ে ভয় দেখায়।’
গ্রেপ্তার রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
উল্লেখ্য, গত ১ অক্টোবর সকালে বিষ্ণুপুর গ্রামের দুই শতাধিক বাড়িতে পোস্টার লাগানো দেখেন গ্রামবাসী। সেই পোস্টারে সর্বনিম্ন ২০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়।
৬ অক্টোবরের মধ্যে ওই গ্রামের পুকুরপাড়ের একটি বাক্সে দাবিকৃত টাকা দিতে বলা হয়। টাকা না দিলে ছেলেমেয়েকে অপহরণ করা হবে বলেও উল্লেখ করা হয়। এই হুমকির কারণে স্থানীয় বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠানো বন্ধ করে দেন অভিভাবকেরা। নিরাপত্তা নিশ্চিত করতে ওই গ্রামের পুলিশ পাহারা বসানো হয়।
ঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
৪৩ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে