Ajker Patrika

বগুড়ায় বাসচাপায় পথচারী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২: ৫৪
বগুড়ায় বাসচাপায় পথচারী নিহত

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় তাজমিনুর রহমান (২৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তাজমিনুর রহমান উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর সোনাহারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভ্যান চালাতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে ৯টার দিকে তাজমিলুর মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসছিলেন।  এ সময় বগুড়া থেকে সিরাজগঞ্জগামী জাহাঙ্গীর পরিবহন নামের দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বাসের যাত্রীরা আজকের পত্রিকাকে বলেন, সিরাজগঞ্জ থেকে বাসটি ভাড়া নিয়ে দিনাজপুর জেলার একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার সময় মাঝিড়া বাসস্ট্যান্ডে বাসটি একজনকে চাপা দেয়। চালক দুর্ঘটনার পর বাসটি চালিয়ে রহিমাবাদ বি-ব্লক এলাকায় এসে গাড়ি থামিয়ে পালিয়ে যান। 

বগুড়া-শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, ‘মাঝিড়া বাসস্ট্যান্ডে একজন পথচারীকে মেরে রহিমাবাদ বি ব্লক এলাকায় বাসটি রেখে চালক পালিয়ে যান।  স্থানীয়দের দেওয়া সংবাদে আমরা সেখানে গিয়ে গাড়িটি আটক করে হেফাজতে নিয়েছি।  এই ঘটনায় এখনো মামলা হয় নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত