Ajker Patrika

শ্যালকের স্ত্রীকে নিয়ে উধাও দুলাভাই

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১৮ জুলাই ২০২২, ২০: ৪২
শ্যালকের স্ত্রীকে নিয়ে উধাও দুলাভাই

রাজশাহীর পুঠিয়ায় শ্যালকের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন দুলাভাই। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে নানা সমালোচনা। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামে এ ঘটনা ঘটে। 

তাঁরা হলেন ওই গ্রামের আয়নাল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী প্রিয়া (২৪) এবং আয়নালের বোনের স্বামী ও এক সন্তানের জনক বাবুল হোসেন (২৫)। 

এ বিষয়ে বাবুল হোসেনের স্ত্রী রুনা বলেন, ‘বাপের বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। তবে আমার ভাবি প্রিয়ার সঙ্গে স্বামীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটা আগে বুঝতে পারিনি। আমাদের একটি শিশুসন্তান রয়েছে। সে অসুস্থ হওয়ায় মাঝেমধ্যে রাজশাহীতে ডাক্তার দেখাতে নিতে হয়। সে সুযোগে তারা এমন একটি ঘটনা ঘটিয়েছে। স্বামীর এই প্রতারণার কারণে তাঁর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছি।’ 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘বাবুল নামের এক ব্যক্তি তাঁর শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় বাবুলের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। উভয়ের পরিবারে তিনটি শিশুসন্তান রয়েছে। তাঁদের উদ্ধার করে মানবিক বিবেচনায় বিষয়টি মীমাংসা করা যায় কি না, তা দেখছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত