নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলায় মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ‘বিকাশের’ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃক ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল এবং মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন। এরপর অভিযানে নামে র্যাব-৫ নাটোর ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নওগাঁর সাপাহারে বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কৌশলে বিকাশ পিন কোড হাতিয়ে নিতেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
নওগাঁর সাপাহার উপজেলায় মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ‘বিকাশের’ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃক ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল এবং মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন। এরপর অভিযানে নামে র্যাব-৫ নাটোর ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নওগাঁর সাপাহারে বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কৌশলে বিকাশ পিন কোড হাতিয়ে নিতেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৮ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৯ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে