Ajker Patrika

সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বুধবার সকালে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভীমপুর খামারবাড়ি এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ দেখতে পান পথচারীরা। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওই ব্যক্তির বয়স ৩৫ বলে পুলিশের ধারণা। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এরপর প্রথমে নিহতের মরদেহ থানা হেফাজতে নেওয়া হলেও দুপুরে মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলের আশপাশে কোন বাড়ি-ঘর না থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তায় কোন যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। এটি দুর্ঘটনা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদনের পরই নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, বিকেল পর্যন্ত নিহতের নাম ও পারিবারিক পরিচয় জানা যায়নি। থানায় অপমৃত্যুর মামলার হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত