Ajker Patrika

বগুড়ায় পুলিশের ধাওয়ায় জামায়াতের মিছিল ছত্রভঙ্গ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৩: ৩৭
বগুড়ায় পুলিশের ধাওয়ায় জামায়াতের মিছিল ছত্রভঙ্গ

বগুড়ায় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে জামায়াতে ইসলামীর মিছিল। আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরতলির দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঘুনিয়াতলা এলাকায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে মিছিল বের করে। 

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার প্রচার সম্পাদক আবু আব্দুল্লাহ লাবিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্যাসের সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রহসনের নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এদিকে বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, কোনো অনুমতি ছাড়াই দ্বিতীয় বাইপাস মহাসড়কে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মিছিলের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে ধাওয়া দিলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত