Ajker Patrika

পথে নানাকে দেখেই দৌড়, শিশুকে পিষে দিয়ে গেল ট্রাক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৩, ২০: ৪৩
পথে নানাকে দেখেই দৌড়, শিশুকে পিষে দিয়ে গেল ট্রাক

চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাকচাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু আরাফাত একই উপজেলার ঢোড়বোনা গ্রামের মো. নাঈম আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশুটি ইজিবাইকে করে মায়ের সঙ্গে হরিনগর নানাবাড়ি যায়। বাড়ির কাছাকাছি গিয়ে নানাকে দেখেই ইজিবাইক থেকে দেখে দৌড় দেয় শিশুটি। এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি জব্দ করে থানা-পুলিশকে খবর দেয়। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত