বগুড়া প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’
বগুড়ার সারিয়াকান্দিতে সিলগালা করা একটি গুদাম থেকে ট্রাকযোগে চাল বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ নভেম্বর সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা অবস্থায় রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিরে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা
করে। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। এ সময় সেখান থেকে আমার নিজস্ব চাল জব্দ করা হয়। শুধু বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি। গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, তা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন। সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আশরাফুল ইসলাম বলেন, ‘লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। গতকাল মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে। তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।’
চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
৪ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৬ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১০ মিনিট আগেহাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বগুড়ার কুন্দারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে