Ajker Patrika

‘বাজারে মাইকিং করে’ সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০৬
‘বাজারে মাইকিং করে’ সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশে ‘বাজারে মাইকিং করে’ দোকানে ঢুকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারকে (৫৩) গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে এ ঘটনা ঘটে। 

আবদুল কুদ্দুস দেশীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

গুলিতে আবদুল কুদ্দুস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মো. রুহুল আমীন। তিনি বলেন, ‘হত্যাকারীরা পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্য। তারা উপর্যুপরি গুলি চালিয়ে আমার বাবাকে হত্যা করেছে।’ 

চারমাথা বাজারের মুদিদোকানি আবুল কালাম আজাদ বলেন, ‘আজ সন্ধ্যার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী বাজারে আসে। তারা হাত মাইকে লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আব্দুল কুদ্দুস তাঁর ছেলের কীটনাশকের দোকানে বসেছিলেন। দুর্বৃত্তরা ওই দোকানে ঢুকে আবদুল কুদ্দুসের ওপর উপর্যুপরি গুলি চালায়।’

এদিকে খবর পেয়ে তাড়াশ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানান উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত